সিনেমার প্রচারে গিয়ে জাল হাতে নদীতে নেমে পড়লেন ‘রঘু ডাকাত’ দেব! সম্প্রতি সেই ভিডিও তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। হয়তো অনেকেই জানেন সম্প্রতি রঘু ডাকাতের প্রমোশনে শুরু হয়েছে ‘বেঙ্গল ট্যুর’। যার প্রথম ধাপে তারকারা পৌঁছেছেন উত্তরবঙ্গে। সেখানে বিভিন্ন জায়গায় গিয়ে ইতিমধ্যে প্রচার সেরেছেন।
সোশ্যাল মিডিয়ায় নানান ভিডিও উঠে এসেছে তাদের প্রচারের। এরই মাঝে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় উত্তরবঙ্গের একটি নদীতে জাল ফেলে মাছ ধরছেন দেব আর তার আশেপাশে দাঁড়িয়ে রয়েছেন সোহিনী-সহ অন্যান্যরা। একদম অভিজ্ঞ জেলের ভঙ্গিতেই জাল ফেলতে দেখা যায় দেবকে।
এরপর জাল তুলে আনার পর সেখানে মাছ খুঁজতে থাকেন সোহিনীরা। ভিডিওটি দেখে বেশ মজা পেয়েছেন ভক্তরা। অনেকের মতে দেব গ্রামের ছেলে তাই এসব করতে পারবে। এছাড়াও অন্যান্য প্রশংসাসূচক মন্তব্য করেছেন। যেমন এতো বড়ো তারকা হয়েও কত সাধারনভাবে নদীতে নেমে পড়েছেন তারা।
উল্লেখযোগ্য, আর কিছুদিন পরই মুক্তি পেতে চলেছে ঐতিহাসিক সিনেমা ‘রঘু ডাকাত’ যেটি পরিচালনা করেছেন ধ্রুব ব্যানার্জি। এই সিনেমার মুখ্য চরিত্র দেখা যাবে দেবকে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল প্রমুখরা।
আপাতত শুরু হয়েছে সিনেমার প্রমোশনের কাজ। প্রথমে উত্তরবঙ্গে এবং এরপর রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা প্রচার চালাবেন। অন্যদিকে তাদের প্রতিদ্বন্দ্বী সিনেমা হিসেবে আসতে চলেছে ‘দেবী চৌধুরানী’। তারও প্রচারে নেমে পড়েছেন প্রসেনজিৎ, শ্রাবন্তীরা। সম্প্রতি জয় ভৈরবী যাত্রায় কলকাতার রাস্তায় দেখা গিয়েছিল তাদের।