বাংলা সিনেমার গৌরবময় মূহুর্ত! প্রথম ভারতীয় সিনেমা হিসেবে টাইম স্কোয়ারে স্থান পেলো ‘দেবী চৌধুরানী’

বাংলা সিনেমা তথা ভারতীয় সিনেমার গৌরবময় মুহূর্! নিউইয়র্কের টাইম স্কোয়ারে দেখানো হলো ঐতিহাসিক সিনেমা ‘দেবী চৌধুরানী’র টিজার। এই প্রথমবার কোনো ভারতীয় সিনেমা তার জায়গা করে নিল এই বিশেষ স্থানে। স্বাভাবিকভাবে সেটি সকলের জন্য গৌরবময় একটি মুহূর্ত।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই সিনেমার টিজার মুক্তি পেয়েছে। আগামী পুজোতে সেটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ইতিমধ্যেই সিনেমাটি নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে ভক্তদের মাঝে। কারণ, সেটি কোনো সাধারণ সিনেমা নয় বরং এটি ভারতীয় ইতিহাসের একটি শক্তিশালী অধ্যায়কে তুলে ধরে।

পরাধীনতার অন্ধকার থেকে মুক্তি পাওয়ার যে লড়াই তাই নিয়েই তৈরি হয়েছে এই সিনেমা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী ‘দেবী চৌধুরানী’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী চ্যাটার্জী, প্রসেনজিৎ চ্যাটার্জী, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী প্রমুখ তারকারা।

অন্যদিকে টাইম স্কোয়ারের টিজার নিয়ে সুখবর জানা গিয়েছে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে। যেখানে ভিডিওতে দেখা যায় বিলবোর্ডে ভেসে উঠছে দেবী চৌধুরানীর নাম। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা, ‘এই স্বাধীনতা দিবসে, প্রতিরোধ, সাহস এবং ভারতীয় ঐতিহ্যের এক প্রবল প্রতীক বিশ্বব্যাপী গৌরব অর্জন করেছে।’

‘ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মতো। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের কিংবদন্তী বিলবোর্ডগুলিকে আলোকিত করলো একটি চলচ্চিত্র দেবী চৌধুরানী। বাংলার আত্মা থেকে বিশ্বের আকাশসীমা পর্যন্ত। এটি কেবল একটি চলচ্চিত্র নয় এটি একটি আন্দোলন, নারীত্ব, বিদ্রোহ এবং স্বাধীনতার উদযাপন।’

error: Content is protected !!