বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র আর নেই। ৯০ বছর ছুঁতে কয়েকদিন বাকি থাকতেই প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা। দীর্ঘ দুই সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর ফের বাড়িতে ফিরেছিলেন তিনি। কিন্তু সোমবার সকালেই আচমকা অবনতি ঘটে তাঁর শারীরিক অবস্থার। ঘণ্টাখানেকের মধ্যেই আসে মর্মান্তিক খবর—চলে গেলেন হিন্দি সিনেমার এক যুগের অবসান ঘটানো মানুষটি।
শেষ সময়ে তাঁর দুই পরিবারই ছিলেন পাশে। দুই বিয়ে, দুই সংসার—কিন্তু সম্পর্কের বন্ধনে সকলকেই আগলে রেখেছিলেন ধর্মেন্দ্র। প্রকাশ কৌরের সঙ্গে প্রথম বিয়ে ১৯৫৪ সালে। সেই সংসারে চার সন্তান—সানি, ববি, বিজেতা ও অজিতা। সানি-ববি বলিউডে খ্যাতি পেয়েছেন অনেক আগেই। হেমা মালিনীর দুই মেয়ে এষা ও অহনাও পরিচিত মুখ। কিন্তু আলোচনার আলো খুব কমই পৌঁছেছে প্রকাশ কৌরের দুই কন্যা—বিজেতা ও অজিতার কাছে।
বিজেতা দেওল—ব্যবসায়িক দুনিয়ায় স্থির জীবন
ধর্মেন্দ্রর বড় মেয়ে বিজেতা থাকেন নয়াদিল্লিতে। লাইমলাইট এড়িয়ে ব্যবসায়িক দুনিয়াতেই নিজের জায়গা করে নিয়েছেন তিনি। রাজকমল হোল্ডিংস অ্যান্ড ট্রেডিং প্রাইভেট লিমিটেডের পরিচালক হিসেবে বহুদিন ধরে কাজ করছেন বিজেতা।
ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী বিবেক গিলকে বিয়ে করেছেন তিনি। তাঁদের দুই সন্তান—প্রেরণা, যিনি লেখক ও সম্পাদক; এবং সাহিল।
অজিতা দেওল—ক্যালিফোর্নিয়ায় শান্ত, ব্যক্তিগত জীবন
ছোট মেয়ে অজিতা থাকেন ক্যালিফোর্নিয়ায় নিজের পরিবার নিয়ে। গ্ল্যামার দুনিয়া থেকে বহু দূরে তিনি। ব্যক্তিগত জীবনই তাঁর মূল ভরসা। অজিতার দুই মেয়ে—নিকিতা ও প্রিয়াঙ্কা চৌধুরী—দুজনেই পেশায় দন্ত চিকিৎসক, প্রিয়াঙ্কা আবার কসমেটিক স্পেশালিস্ট হিসেবেও পরিচিত।
আরও পড়ুন

একসময় শোনা গিয়েছিল অজিতা ও ধর্মেন্দ্রর মধ্যে দূরত্ব বেড়েছে। কিন্তু বছর দুয়েক আগে চিকিৎসার জন্য আমেরিকায় গেলে বাবাকে আপন করে পাশে পেয়েছিলেন অজিতা। সেই মধুর মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন ববি দেওল নিজেই।
হেমা মালিনী ও ধর্মেন্দ্র—ঝড়ঝাপটার পর স্থায়ী সম্পর্ক
হেমা মালিনীর সঙ্গে ধর্মেন্দ্রর প্রেম বলিউড ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। পরিবারের আপত্তি, সমাজের সমালোচনা—সব ছাপিয়ে ১৯৮০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। সেই সংসারে জন্ম এষা ও অহনার।
শেষযাত্রায় একত্র দুই পরিবার
সোমবার শ্মশানে দেখা যায় দুই পরিবারের উপস্থিতি—হেমা মালিনী, এষা, সানি, ববি সকলেই ছিলেন শেষ শ্রদ্ধায়। মুখাগ্নি করেন বড় ছেলে সানি দেওল।
ধর্মেন্দ্রর মৃত্যু শুধু এক অভিনেতার প্রয়াণ নয়, এক যুগের সমাপ্তি। তাঁর পর্দার জীবন যত উজ্জ্বল, পারিবারিক জীবন ততটাই বিস্তৃত ও বহুমাত্রিক। আর সেই পরিবারের আড়ালে থাকা দুই কন্যা—বিজেতা ও অজিতা—আজ ফের আলোচনায়, বাবাকে ঘিরে ভক্তদের আবেগে।
আরও পড়ুন
Kanchan-Sreemoyee: জগন্নাথদেবের আশীর্বাদ নিতে সপরিবারে পুরীতে হাজির কাঞ্চন ও শ্রীময়ী, দেখুন ছবি
