ডায়মন্ড-এমেরাল্ডের হার, ন্যুড মেকাপ, অনন্তর প্রাক বিবাহ অনুষ্ঠানে সকলের নজর কড়লেন বচ্চন নাতনি নব্যা নভেলি নন্দা

এবার বিয়ের তোরজোর শুরু। প্রাক বিবাহ অনুষ্ঠান চলছে মুকেশ আম্বানি ও নীতা আম্বানির দ্বিতীয় পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। আর এই প্রাক বিবাহ অনুষ্ঠানে হাজির হয়েছেন বলিউডের অনেক তারকাই। এর পাশাপাশি আন্তর্জাতিক স্তরের অনেক তারকাকে দেখা গিয়েছে।

এই অনুষ্ঠানে হাজির ছিলেন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা। অমিতাভ বচ্চনের কন্যার কন্যা হলেন নব্যা। এদিন অনন্ত ও রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে তাকেও হাজির থাকতে দেখা গেলো। এবার তার সাজে মজেছে গোটা নেট দুনিয়া।

তার পরিবারে প্রায় সকলেই ক্যামেরা জগতের দুনিয়ার সঙ্গে যুক্ত হলেও তিনি বরাবর এই লাইমলাইট থেকে দূরে থেকেছেন। তবে তার সৌন্দর্য কিছু কম নয়। সম্প্রতি অনন্ত ও রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে নব্যাকে একেবারে লাল রংয়ের পোশাকে দেখা গেলো।

ইন্ডিয়ান শিক স্টাইলের একটি পোশাক এদিন বেছে নিয়েছিলেন নব্যা। সঙ্গে আধুনিক ডিজাইন ও চিরাচরিত ডিটেইলিং-এ সকলের নজর কেড়েছে তার পোশাক৷ মার্মেড স্কার্ট সঙ্গে লো কাট নেকলাইনের ব্লাউজে দারুণ সুন্দর লাগছিলেন তিনি।

এর সঙ্গে মানানসই ওড়না নিতেও ভোলেননি৷ পোশাক যেমন নজর কেড়েছে তেমনি তার সাজ ও গয়না নজর কেড়েছে সকলের৷ মানানসই ডায়মন্ড-এমেরাল্ডের হার পরেছিলেন তিনি৷ সঙ্গে ন্যুড মেকাপে অসম্ভব সুন্দর দেখতে লাগছিল তাকে।