পরিচালক অর্জুন দত্তের জীবনে নেমে এল আরও এক কঠিন অধ্যায়। খুব শিগগিরিই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘ডিপ ফ্রিজ’, আর ঠিক তার আগেই ঘটে গেল পরিবারের ভিত কাঁপিয়ে দেওয়া ঘটনা। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অর্জুনের দাদা। পরিবারের কাছে এই মৃত্যু যেন আকস্মিক বজ্রাঘাত।
জানা যাচ্ছে, কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন পরিচালকের দাদা। বাড়িতে পড়ে গিয়ে তাঁর পা ভেঙে যায়। অস্ত্রোপচার হয়েছিল, তবে অবস্থার উন্নতি খুব একটা হচ্ছিল না। উচ্চ রক্তে শর্করার সমস্যার কারণে চোখেও গুরুতর সমস্যা দেখা দিয়েছিল। কিছু দিন আগে চোখেরও অস্ত্রোপচার করানো হয়। সব মিলিয়ে শারীরিক অবস্থা জটিল হয়ে উঠছিল, তবে পরিবারের কেউই বুঝতে পারেননি পরিস্থিতি এত দ্রুত খারাপের দিকে ঘুরে যাবে।
এক বছর আগেই মাকে হারিয়েছেন অর্জুন। বর্তমানে তাঁর পরিবার বলতে বয়স্ক বাবা, দাদা-বৌদি এবং তাঁদের সন্তান। এমন সময়ে দাদার মৃত্যুতে শোকস্তব্ধ পরিচালককে সামলানোই দায় হয়ে উঠেছে পরিবার ও ঘনিষ্ঠদের।
এর মাঝেই কিছু দিন আগে নিজেও বড়সড় দুর্ঘটনার কবলে পড়েছিলেন অর্জুন দত্ত। মায়ের অসুস্থতার সময় থেকেই তাঁর কোমরে সমস্যা ছিল। একটু বসে থাকলেই পায়ে ঝিঁঝি ধরত, তবুও কাজের ব্যস্ততার কারণে বিষয়টি খুব একটা আমল দেননি তিনি। পুরস্কারের মঞ্চে ওঠার সময় পা পিছলে দুই ধাপ সিঁড়ি পড়ে গিয়ে গুরুতরভাবে চোট পান শিরদাঁড়ায়। হয় অস্ত্রোপচার। সুস্থ হতে সময় লাগে বেশ কিছুদিন।
দুর্ঘটনার ধকল সামলে ওঠার পর আবার কাজে ফেরেন তিনি। ‘ডিপ ফ্রিজ’ ছবির প্রচারে ব্যস্ত হয়ে পড়েন পরিচালক। এর পর মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর আর একটি ছবি— ‘বিবি পায়রা’।
নিজেকে সামলে কাজে ফেরাটা যে চ্যালেঞ্জিং হবে, তা বুঝেই নিয়েছেন পরিচালক। তবে দাদার প্রয়াণ তাঁর ব্যক্তিগত জীবনে আরও এক গভীর শূন্যতার সৃষ্টি করল। চলচ্চিত্র মুক্তির চাপে থাকা সত্ত্বেও এখন পরিবারের পাশে দাঁড়ানোই তাঁর প্রধান দায়িত্ব।
দু’এক বছরের মধ্যে মা-দাদা এবং নিজের শারীরিক অঘটন— সব মিলিয়ে কঠিন সময়ের মুখোমুখি পরিচালক অর্জুন দত্ত। তবুও শিল্পী হিসেবে নিজের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার মানসিক জোর রাখার চেষ্টায় তিনি অবিচল।
FAQ
১) প্রশ্ন: পরিচালক অর্জুন দত্তের দাদা কখন মারা যান?
আরও পড়ুন
Nusrat: শীতের আলস্য উপভোগ করছেন নুসরত! ভাগ করে নিলেন বিশেষ ছবি
উত্তর: সোমবার সকালে পরিচালক অর্জুন দত্তের দাদা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২) প্রশ্ন: কী কারণে অসুস্থ ছিলেন অর্জুনের দাদা?
উত্তর: পড়ে গিয়ে তাঁর পা ভেঙে গিয়েছিল। অস্ত্রোপচার হয়েছিল। পাশাপাশি হাই সুগার ও চোখের সমস্যা ছিল, যার জন্য চোখেরও অস্ত্রোপচার হয়।
৩) প্রশ্ন: অর্জুনের পরিবারে আর কে কে আছেন?
উত্তর: বয়স্ক বাবা, দাদা-বৌদি এবং তাঁদের সন্তান— এঁদের নিয়েই অর্জুনের পরিবার।
৪) প্রশ্ন: অর্জুন দত্ত নিজে কী ধরনের দুর্ঘটনার শিকার হয়েছিলেন?
উত্তর: পুরস্কার নিতে মঞ্চে ওঠার সময় পা পিছলে দুই ধাপ সিঁড়ি পড়ে যান এবং শিরদাঁড়ায় গুরুতর চোট পান। পরে অস্ত্রোপচার করতে হয়।
৫) প্রশ্ন: ‘ডিপ ফ্রিজ’-এর পরে কোন ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে?
উত্তর: ‘ডিপ ফ্রিজ’-এর পরে মুক্তির অপেক্ষায় রয়েছে অর্জুন দত্ত পরিচালিত ছবি ‘বিবি পায়রা’।
৬) প্রশ্ন: পরিচালক বর্তমানে কোন মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন?
উত্তর: এক বছরের মধ্যে মা ও দাদাকে হারানোর দুঃখ এবং নিজের শারীরিক সমস্যার কারণে অর্জুন গভীর শোক ও মানসিক চাপে রয়েছেন।
