বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন আবারও চর্চার কেন্দ্রে। এক দিকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সাম্প্রতিক পর্বে ১০ বছরের প্রতিযোগী ঈশিত ভট্টের সঙ্গে তাঁর বিনয়ী আচরণে নেটিজেনরা মুগ্ধ, অন্য দিকে সেই ছোট্ট প্রতিযোগীর রূঢ় ব্যবহারে ক্ষুব্ধ দর্শক। তবুও বিগ বি পুরো সময় জুড়ে ছিলেন ধৈর্যশীল, মুখে ফুটিয়েছেন মৃদু হাসি— আর সেই কারণেই প্রশংসায় ভাসছেন তিনি।
বিনোদন
বলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত অভিনেতা পঙ্কজ ধীর — শোকপ্রকাশ অনুপম খেরের
এরই মধ্যে এক বিশেষ কারণে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেন অমিতাভ বচ্চন। কিন্তু কেন?
গত ১১ অক্টোবর ছিল অমিতাভের জন্মদিন। দিনভর দেশ-বিদেশ থেকে শুভেচ্ছায় ভেসে গিয়েছিলেন অভিনেতা। তবে এত শুভেচ্ছার মধ্যেও অনেকের বার্তার উত্তর দিতে পারেননি তিনি। সোমবার নিজের ব্লগ ও সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করে বিগ বি লেখেন—
বিনোদন
মাত্র ৫১ বছর বয়সে প্রয়াত আমেরিকান শিল্পী ডি’অ্যাঞ্জেলো
“আমাকে অনেকেই জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু আমি তাঁদের উত্তর দিতে পারিনি। সকলের কাছে ক্ষমা চাইছি। আমার মোবাইল ফোনে কিছু সমস্যা হয়েছে, তাই কাউকে উত্তর দিতে পারিনি। প্রত্যেককে আমার তরফ থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।”
বিনোদন
Subhasree-Mimi: স্বামীর প্রাক্তনের সাথে আড্ডায় মশগুল শুভশ্রী! ভাগ করে নিলেন বিশেষ ভিডিও
অমিতাভ সাধারণত মোবাইল ও সামাজিক মাধ্যমে অত্যন্ত সক্রিয়। নিয়মিত ব্লগ লেখেন, আর ভক্তদের মেসেজের উত্তরও দ্রুত দেন। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর কথায়,
বিনোদন
প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মধুমতী, দিলীপ কুমার থেকে ধর্মেন্দ্র— সকলের সঙ্গেই করেছেন অভিনয়
“প্রায় ১০ বছর আগে ওঁর সঙ্গে কাজ করেছিলাম। আজও এমন কোনও দিন যায়নি, যেদিন আমি ওঁকে মেসেজ পাঠিয়েছি আর স্যর উত্তর দেননি।”
তাই জন্মদিনে অমিতাভের ‘নীরবতা’ নিয়ে অনেকের কৌতূহল তৈরি হয়। অবশেষে নিজেই ব্যাখ্যা দিলেন অভিনেতা।
বিনোদন
৬৮ বছর বয়সে প্রয়াত পঙ্কজ ধীর, কান্নায় ভেঙ্গে পড়েছেন অভিনেতার স্ত্রী, শেষযাত্রায় উপস্থিত ছিলেন সলমন
এদিকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র বিতর্কিত পর্ব নিয়ে সামাজিক মাধ্যমে এখনও চলছে আলোচনা। কেউ বলছেন, “ঈশিতের আচরণ ছিল অসম্মানজনক”, আবার কেউ মন্তব্য করছেন, “অমিতাভের ধৈর্যই প্রমাণ করে কেন তিনি কিংবদন্তি।”
সব মিলিয়ে, এক দিকে বিতর্ক, অন্য দিকে প্রশংসা— দু’য়ের মধ্যেই বর্ষীয়ান তারকার একটিই বার্তা: “ভালোবাসাই আমার প্রাপ্তি।”