হিন্দু ধর্মালম্বীদের কাছে তুলসী গাছের গুরুত্ব কতখানি তা আমরা সকলেই জানি। এই গাছটিকে মূলত দেবীর সাথে তুলনা করা হয়। তাইতো প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ রয়েছে এবং প্রতিদিন সেই গাছের পুজো থেকে শুরু করে সেখানে সন্ধ্যা-আরতি করা হয়।
তবে অনেকের বাড়িতে এই গাছ থাকলেও তার উপকার সম্পর্কে কিন্তু সকলে ঠিকঠাক জানেন না। আজ আমরা সেই বিষয়েই জানবো এই প্রতিবেদনে।
তুলসী গাছে মঞ্জরী এলে ৫ কাজ করুন
১. যে কোনো পুজোর সময় তুলসীপাতা আর কান্ড ভগবানের ভোগে অর্পণ করা হয়। এতে তিনি তুষ্ট হন।
২. কিছুটা গঙ্গাজলের মধ্যে তুলসীপাতা ভিজিয়ে সেটা যদি আপনি সারা বাড়িতে ছড়িয়ে দেন তাহলে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে।
৩. তুলসী মঞ্জরী প্রতিদিন শ্রী হরি ভগবানকে অর্পণ করুন। আপনার বাড়ি থেকে সমস্ত আর্থিক সমস্যা দূর হয়ে যাবে।
৪. প্রতি শুক্রবার যদি আপনি মা লক্ষ্মীকে তুলসী মঞ্জরী অর্পণ করেন তাহলে আপনার বাড়িতে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
৫. বেশ কিছুটা তুলসী মঞ্জরী লাল কাপড়ে মুড়িয়ে আপনার টাকা রাখার জায়গায় রেখে দিন। দেখবেন কিছুদিনের মধ্যেই অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি লাভ করবেন।
আরও পড়ুন,
*হাতে এই রেখা আছে? নিজের ভাগ্য নিজেই লিখবেন