বলিউড তারকা ঊর্বশী রাউতেলার সাথে ক্রিকেটার ঋষভ পন্থের নাম জড়িয়ে অনেকদিন ধরেই নানা রকম কোলাহল। ঋষভ বা ঊর্বশী এই ব্যাপারে এখনো মুখ খোলেনি। এমনকি গুজব ছড়িয়েছিল যে ঊর্বশী ঋষভকেই বিবাহ করবে। ইদানিং এই কোলাহল নিয়ে মুখ খুললেন তারকা। একটি খবরে উর্বশী স্পষ্ট করে বলেন, ‘ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই রাখতে চাই’।
ঊর্বশী এই কথাবার্তায় জানিয়েছেন, ঋষভের সাথে আমার নাম জড়িয়ে নানারকম আলোচনা চলছে। রটেছে ভুল সংবাদ। সবাইকে আজকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই। “আমি ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে চাই।”
এই মুহূর্তে আমার একটাই স্বপ্ন আমার কর্মজীবন। এটা নিয়েই ব্যগ্র থাকতে চাই। কিন্তু এই ধরনের আলোচনা আমার প্রতিভা নষ্ট করছে। আর এই কারণেই আজকে সব স্পষ্ট করে বললাম। যেদিন আমার ভালোবাসা বিবাহ নিয়ে বলার জন্য কিছু থাকবে, সেদিন আমি নিজেই বলবো।
জানা যায় ২০১৮ সালে উর্বশী-ঋষভ কোন এক সময় প্রেমের বন্ধনে ছিল। কিন্তু বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি এই সম্পর্ক। এতদিন পরেও কেন নাম না নিয়ে উর্বশী ঋষভের জন্য সংবাদ দিচ্ছে, তা নিয়ে নেট পাড়ায় দ্বিধা। আগামী দিনে ঋষভ-উর্বশী কোন দিকে মোর নেবে তাদের সম্পর্ক রসায়ন, নেটিিজেনরা তাই নিয়ে বেশ উৎসাহী।
আরও পড়ুন,
*ঘোড়ামুখী সিংহ! কোথাও কোথাও দেবীর বাহনের এমন রূপ কেন?