Kolkata: সাতসকালে শহরে ইডির হানা, তিন ঠিকানায় তল্লাশি

কলকাতা: শুক্রবার ভোরে ফের ইডির তল্লাশি অভিযান। সাতসকালে শহরের তিনটি আলাদা জায়গায় হাজির হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, নারী পাচার মামলার তদন্তে জগজিৎ সিং, গৌতম সরকার এবং আজমল সিদ্দিকীর ঠিকানায় এদিন অভিযান চালান ইডি কর্তারা।

শুক্রবার সকাল ছ’টা নাগাদ প্রথমে সল্টলেকের BH184 সিং ভিলায় পৌঁছয় ইডি। হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ী জগজিৎ সিংয়ের ব্যবসার টাকা কোন খাতে গিয়েছে—সেটি খতিয়ে দেখতেই তদন্তকারীরা বাড়িতে যান বলে সূত্রের দাবি। তার বিভিন্ন রেস্তোরাঁ ও পানশালার মাধ্যমেই পাচার চক্র সক্রিয় ছিল বলে অভিযোগ উঠেছে, যদিও তদন্ত এখনও চলছে।

অন্যদিকে, দমদমের শ্রাচি গার্ডেনে সিভিল ইঞ্জিনিয়ার গৌতম সরকারের অ্যাপার্টমেন্টেও অভিযান চালায় ইডি। জানা গেছে, মানবপাচার মামলায় ২০১৫ সালে তাঁর নামে একটি এফআইআর হয়েছিল। সেই মামলাতেই তাঁকে দিনের পর দিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যায়।

ED
ED

একই সঙ্গে সল্টলেকের FE ব্লকে আজমল সিদ্দিকীর বাড়িতেও তল্লাশি চালান আধিকারিকরা। এদিনের অভিযান তিনজনের বিরুদ্ধে ওঠা পাচারযোগের অভিযোগের সূত্র ধরেই বলে ইডি সূত্রের দাবি।

তদন্তকারীরা প্রয়োজনীয় নথি পরীক্ষা করছেন এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন
মাধ্যমিক রেজিস্ট্রেশনে এডিটের সুযোগ, ভুলে জরিমানা

FAQ

১. ইডির অভিযান কখন শুরু হয়?
শুক্রবার সকাল ছ’টা নাগাদ অভিযান শুরু হয়।

২. কার বাড়িতে প্রথমে ইডির টিম যায়?
সল্টলেকের BH184 সিং ভিলায়, জগজিৎ সিংয়ের বাড়িতে।

৩. জগজিৎ সিং কে?
তিনি কলকাতার হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ী।

৪. কেন তাঁর বাড়িতে তল্লাশি?
ব্যবসার অর্থ কোন খাতে গিয়েছে তা খতিয়ে দেখতে বলে সূত্রের দাবি।

৫. গৌতম সরকার কে?
দমদমে বসবাসকারী এক সিভিল ইঞ্জিনিয়ার, বিভিন্ন পুরসভায় কাজ করেন।

৬. তাঁর বিরুদ্ধে কী অভিযোগ?
২০১৫ সালে মানব পাচার মামলায় তাঁর নামে এফআইআর হয়েছিল বলে সূত্রের খবর।

৭. আজমল সিদ্দিকীর বাড়িতেও কি তল্লাশি হয়েছে?
হ্যাঁ, সল্টলেকের FE ব্লকে তাঁর বাড়িতে অভিযান চালায় ইডি।

৮. এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ কী?
সূত্রের দাবি, তাঁরা নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। তবে তদন্ত চলছে।

৯. তল্লাশির সময় কি জিজ্ঞাসাবাদ হয়েছে?
হ্যাঁ, গৌতম সরকারসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

১০. তদন্তের উদ্দেশ্য কী?
পাচার সংক্রান্ত আর্থিক লেনদেন ও সংশ্লিষ্ট নথি যাচাই করা।

#KolkataNews
#EDRaid
#BreakingNews

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক