আজ মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু SIR-এর দ্বিতীয় পর্যায়ের কাজ, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

পশ্চিমবঙ্গ ও সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সমীক্ষার দ্বিতীয় পর্যায় শুরু হতে চলেছে আজ মঙ্গলবার থেকেই। গতকাল দিল্লিতে বৈঠকের সময় এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। গতকাল সোমবার জ্ঞানেশ কুমার জানান, যে যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হতে চলেছে সেই সমস্ত ভোটার তালিকা এদিন মঙ্গলবার রাত ১২টায় ফ্রিজ করে দেওয়া হবে।

সোমবার বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, “আজ আমরা এখানে SIR-এর দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা করছি। বিহারের ভোটারদের অভিবাদন জানাই। সেখানে বিশেষ নিবিড় সমীক্ষা সফল করার জন্য সাড়ে ৭ কোটি মানুষ যোগ দিয়েছেন। সব রাজ্যের নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে এই প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছে কমিশন।”

এর পাশাপাশি তিনি আরও বলেন, যে যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সমীক্ষা হবে সেইসব জায়গার ভোটার তালিকা যাতে আর কোনোরূপ কিছু না করা যায় কিংবা তার অদলবদল না করা যায় তার জন্য মঙ্গলবার রাত ১২টায় সেই ভোটার তালিকাগুলিকে ‘ফ্রিজ’ করা হবে, অর্থাৎ কোনোরূপ ব্যবহার স্থগিত রাখা হবে। এরপর তালিকায় থাকা ভোটারদের BLO-রা Unique Enumeration Form দেবেন।

খবর
EPIC বদলালে SIR-এ কীভাবে অনলাইন/অফলাইন এনুমারেশন ফর্ম পূরণ করবেন?

এই ফর্মেই থাকবে ভোটার তালিকা থেকে সমস্ত প্রয়োজনীয় তথ্য। BLO-রা ফর্ম বিলি করার পর যাদের নাম ওই ফর্মে থাকবে তারা সকলে ২০০২ সালে তাদের ভোটার তালিকায় নাম ছিল কিনা সেই বিষয়ে খতিয়ে দেখবেন। যদি তাদের নাম থাকে তবে আর কোনও নথির দরকার নেই। যদি নাম না থাকে তবে তাদের পিতামাতার নাম তাহলে তাদেরও অতিরিক্ত নথির প্রয়োজন নেই।

খবর
ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে ৩৪০ প্রোবেশনারি ইঞ্জিনিয়ার নিয়োগ

#ChiefElectionCommissionerofIndia #SIR #GyaneshKumar

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক