আবারো শাড়িতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মনামী ঘোষ! চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বয়স নেহাতই সংখ্যামাত্র! কারণ, চল্লিশের কোঠায় পৌঁছেও তার সৌন্দর্য্য হার মানাতে পারে কমবয়সী যুবতীদের। যার ঝলক আমরা মাঝেমধ্যেই দেখতে পাই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
সম্প্রতি সেরকমই কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে নীল শাড়িতে অপরূপ সাজে সেজে উঠেছেন মনামী। মাঝরাস্তায় দাঁড়িয়ে এই ছবিগুলো তুলতে দেখা গিয়েছে তাকে। পরনে রয়েছে সাদা ফুলস্লিভ ব্লাউজ এবং নীল রঙের হ্যান্ডলুম শাড়ি। চুল খোঁপা করে বাঁধা, কপালে ছোট্ট টিপ এবং চোখে রোদচশমা।
কখনো আকাশের নীলে আনমনে ডুবে যাচ্ছেন আবার কখনো ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন। ক্যাপশনে লিখেছেন, ‘উড়ে চলা হলো মনের একটি অবস্থা।’ আসলে ঘুরতে যেতে বরাবর পছন্দ করেন এই অভিনেত্রী। সে কথাই বোঝাতে চেয়েছেন তার ক্যাপশনের লেখায়।
তার এই ছবি দেখার পর বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ যেমন বলেছেন, ‘শাড়িতে তোমায় অপরূপ সুন্দরী লাগে।’ আবার কারো করার মতে তার বয়স বাড়ছে না দিনের পর দিন কমছে। আসলেও তাই এই বয়সেও তার ফিটনেস এবং সৌন্দর্য্য চোখে পড়ার মতোন।
উল্লেখযোগ্য, টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর তিনি কাজ শুরু করেন বড়ো পর্দায়। ইতিমধ্যে একাধিক সিনেমা এবং ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। অন্যদিকে কাজের পাশাপাশি সময় পেলে ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে ঘোরার ভিডিও তুলে ধরেন।
আরও পড়ুন,
*দু’বছর পুর্ণ করলো ‘মানিকে মাগে হিতে’, অসাধারণ ভঙ্গিমায় নাচ নোরার