দেবকে ভালোবেসে ফেলেছেন অভিনেত্রী সোহিনী! নিজেই জানালেন এই সাক্ষাৎকারে

দেবকে ভালো না বেসে থাকা যায় না, এমনটাই জানালেন তার সহ-অভিনেত্রী সোহিনী সরকার! ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে ‘রঘু ডাকাত’এর প্রচার। জেলার জেলায় ঘোরা থেকে শুরু করে দেবের টলিউড ইন্ডাস্ট্রিতে ২০ বছর উপলক্ষ্যে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানেই লঞ্চ হয়েছে সিনেমার ট্রেলার।

এক কথায় বলতে গেলে সিনেমার সমস্ত কলাকুশলীরা মিলে নিজের ১০০ শতাংশ দিচ্ছেন এই সিনেমার প্রচারে। সম্প্রতি সোহিনীকে একটি সাক্ষাৎকারে বেশ কিছু প্রশ্ন করা হয়। তার উত্তরে তিনি বলেন, ‘হয়তো অনেকে ভাববেন এখন আমি ওর সাথে সিনেমা করছি বলে প্রশংসা করছি, কিন্তু না এর আগে ওর সাথে কয়েকবার দেখা হয়েছে ওর জন্মদিনের পার্টিতে গেছি।’

আরও পড়ুন,
বিয়ের পর স্ত্রী শ্বেতার প্রথম জন্মদিন, কীভাবে সেলিব্রেট করলেন স্বামী রুবেল? দেখুন ছবি

‘তবে একটা যদি দলের কথা বলি ও হচ্ছে দলের সকলের খেয়াল রাখে। ও দলনেতা। ওকে না ভালোবেসে, না শ্রদ্ধা করে থাকা যায় না। দেখো আমি যে ধরনের সিনেমা করি তার প্রমোশন আলাদা। এর আগে আমি খাদান দেখেছি আর এবার এরকম ইভেন্টের অংশ হতে পেরে আমি ভীষণই খুশি।’

আসলে এতো জেলায় জেলায় গিয়ে তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন যে তিনি আপ্লুত। তার মতে ভালোবাসা পেতে সবারই ভালো লাগে। এরপর যখন দলগত কাজের কথা নিয়ে তাকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন, ‘যে কোনো কাজ করতে গেলে একা তা কখনোই সম্ভব নয়। একটা কাজের পেছনে আরও দশজনের হাত থাকে।’

‘তাই আমার চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য আমার দল ভীষণই গুরুত্বপূর্ণ।’ এক কথায় বলতে গেলে তিনি সিনেমার সকল কলাকুশলীদের ভূয়সী প্রশংসা করেছেন। উল্লেখযোগ্য, পুজোতে মুক্তি পেতে চলেছে ‘রঘু ডাকাত।’ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সিনেমার প্রচার, আপাতত অপেক্ষা সিনেমা মুক্তির।

আরও পড়ুন,
বৃষ্টিতে মাটি হবে পুজোর প্ল্যান? পুজোর কোন কোন দিন হবে বৃষ্টি? কী জানাল হাওয়া অফিস?

error: Content is protected !!