দক্ষিণী তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে(Rashmika Mandanna) নিয়ে চর্চা চলছে বহুদিন ধরে। অনেকেই মনে করেন তারা দু’জনে সম্পর্কে রয়েছেন। তবে এই তারকা জুটি এখনও পর্যন্ত কিছুই প্রকাশ্যে আনেননি। তবে তাদের ছবির লোকেশন দেখলে অনেকেই স্পষ্ট হন যে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। তবে এবার কি সেই সম্পর্কে সিলমোহর দিলেন তারা? ইতিমধ্যে বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা নাকি বাগদান সেরে ফেলেছেন! এমনটাই খবর।
যদিও এসব বিষয় নিয়ে কোনও স্পষ্ট বার্তা দেননি বিজয় কিংবা রশ্মিকা। একই জায়গায় বেড়াতে গিয়ে ছবি ভাগ করে নিয়েছেন তারা। যদিও একসঙ্গে এখনও কোনও ছবি তারা পোস্ট করেননি। যদিও অনুরাগীরা বলেন, রশ্মিকা তার মনের অনুভূতি আটকে রাখতে পারেন না। বিজয় দেবরকোন্ডার কথা উঠলে তার মুখে ঝিলমিলিয়ে ওঠে হাসি। অপরদিকে বিজয় জানিয়েছেন তিনি একটি সম্পর্কে আছেন। তবে কার সঙ্গে রয়েছেন সে বিষয়ে কিছু জানাননি। তবে এসব দেখার পর অনুরাগীদের অনুমান করে নিতে বিশেষ কষ্ট হয়নি।
আরও পড়ুন,
ফোলা ঠোঁটের পর এবার কান্নার ছবি শেয়ার করলেন উর্ফি, কী হয়েছে উর্ফির? কী বললেন তিনি
তবে এরই মাঝে সম্প্রতি রশ্মিকার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রশ্মিকার পরনে রয়েছে সাদা শার্ট ও নীল রঙের ডেনিম৷ চোখে রয়েছে রোদ চশমা ও মাথায় চুলগুলি খোঁপা করে রাখা। এমন সাধারণ সাজের মধ্যে অনুরাগীদের নজর আটকেছে একটি আংটিতে। রশ্মিকার অনামিকায় একটি আংটি দেখে নেট দুনিয়ায় হইহই রইরই পড়ে গিয়েছে। তবে কি গোপনে রশ্মিকা ও বিজয় বাগদান সেরে ফেললেন?
আরও পড়ুন,
‘রঘু ডাকাত’এ দেবকে ছাপিয়ে গিয়েছেন অনির্বাণ! খোদ দেবের মুখে প্রশংসা সহ-অভিনেতার
যদিও কিছুদিন আগে একটি গুঞ্জন শোনা গিয়েছিল, দক্ষিণী তারকা জুটি খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। সেইমতন তারা নাকি সেসবের প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন। সেইসময় রশ্মিকা নিজের সোশ্যাল হ্যান্ডেলে শাড়ি পরা কিছু ছবিও পোস্ট করেছিলেন। সেখানে তাকে দেখা গিয়েছিল হলুদ রঙের শাড়িতে।
তবে অনুরাগীদের মতে, রশ্মিকা ছবিগুলি বিজয় দেবরকোন্ডার বাড়িতে তুলেছিলেন। কারণ বিজয় দেবরকোন্ডার বাড়ির অন্দরমহল অনেক অনুরাগীরই চেনা। তবে কি খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা? সব উত্তর সময়ই দেবে।

