শেষবিদায় ধর্মেন্দ্রকে: শ্মশানে হেমার চোখ ছলছল, হাজির বলিউড তারকারা

বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র আর নেই। সোমবার, ২৪ নভেম্বর দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি অভিনেতা। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। কিছু দিন আগে তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়লেও পরিবার জানিয়েছিল, তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়েও আনা হয়েছিল। কিন্তু শেষমেশ আর ফিরে এল না সেই আশার আলো। ৮০ দশকের পর্দা কাঁপানো নায়ককে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বইয়ের পবন হংস শ্মশানে ভিড় জমায় বলিউডের প্রায় সব প্রথম সারির তারকাই।

দুপুর একটা নাগাদ প্রথম দেখা যায় ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনীকে। থমথমে মুখ, চোখে জল—ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্ত। ওড়না দিয়ে মুখ ঢেকে শ্মশানে প্রবেশ করেন তাঁদের মেয়ে ঈশা দেওল। প্রাক্তন শ্বশুরকে শেষ দেখা জানাতে পৌঁছোন ভরত তখতানীও।

কিছুক্ষণ পর গাড়ি থেকে নামতে দেখা যায় অভিনেতার জ্যেষ্ঠ পুত্র সানি দেওলকে। তাঁর আগমনের পর আরও একে একে আসতে থাকেন বলিউডের বহু নামি ব্যক্তিত্ব। উপস্থিত হন অমিতাভ বচ্চন—স্ক্রিনের ‘বীরু’-কে শেষ সম্মান জানাতে। সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চন ও নাতি অগস্ত্য নন্দা। ‘গদর’ পরিচালক অনিল শর্মাকেও দেখা যায় শ্মশান প্রাঙ্গণে।

তারপরেই পৌঁছোন সলমন খান, আমির খান, সঞ্জয় দত্ত, অক্ষয় কুমার—প্রায় সমগ্র ইন্ডাস্ট্রি যেন ছুটে আসে তাঁদের প্রিয় সহকর্মীকে শেষ বিদায় জানাতে। কিছুক্ষণ বাদেই হাজির হন শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরী খান। পরে দেখা যায় শাবানা আজমি, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহকে।

বিকেলের দিকে সম্পন্ন হয় ধর্মেন্দ্রের অন্ত্যেষ্টিক্রিয়া। কিংবদন্তিকে বিদায় জানিয়ে শোক প্রকাশ করেন বহু তারকা। কর্ণ জোহর লেখেন আবেগপূর্ণ বার্তা। অভিনেত্রী কাজল লেখেন, “একটা ভাল মানুষ চলে গেলেন। আমার খালি মনে হচ্ছে, সব ভাল মানুষ আমাদের ছেড়ে চলে যাচ্ছেন।”

আরও পড়ুন
পরিবারের দ্রুত ও গোপন সিদ্ধান্তে ধর্মেন্দ্রের শেষযাত্রা সম্পন্ন হওয়ায় ভক্তরা ক্ষুব্ধ, অনেকে শেষ শ্রদ্ধা জানাতে পারেনি

ভারতীয় সিনেমার সোনালি যুগের অন্যতম স্তম্ভ ধর্মেন্দ্র। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে। এক মহীরূহের পতনে শোকাহত ভারতের কোটি সিনেমাপ্রেমী।

আরও পড়ুন
‘আমার চোখের সামনেই পরিণতি পেল ধর্মেন্দ্র-হেমার প্রেম’: বন্ধু বিশুর স্মৃতিচারণে ঢেউ তুলল শোক

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক