দীর্ঘ অপেক্ষার অবসান! অবশেষে প্রকাশ্যে এলো ‘ফেলুবক্সী’ সিনেমার টিজার। যা দেখার পর সকলের মুখে একটাই কথা সিনেমা সুপারহিট হতে চলেছে। দেবরাজ সিনহা পরিচালিত এই সিনেমায় মূলত একটি গোয়েন্দা কাহিনী ফুটে উঠবে। যেখানে মূল চরিত্রে দেখা যাবে সোহম চক্রবর্তীকে।
আর তার সহকারীর ভূমিকায় অভিনয় করবেন মধুমিতা সরকার। এর আগে তারা এই সিনেমার প্রথম লুক প্রকাশ করেছিলেন। আর সম্প্রতি এবার প্রকাশ্যে এলো টিজার। যেখানে দেখা যায় একটি খুনের রহস্য সমাধান করতে যোগাযোগ করা হয় ফেলুবক্সী’র সাথে।
সে কীভাবে আসল অপরাধী পর্যন্ত পৌঁছায় সেই কাহিনী ফুটে উঠবে এই সিনেমায়। তবে অন্যান্য গোয়েন্দাদের মতন চিরাচরিত স্বভাব দেখা যাবে না তার মধ্যে। সে মূলত আধুনিক চিন্তা-ভাবনার দ্বারা অনুপ্রাণিত তবে তার মন-প্রাণ বাঙালী সংস্কৃতিতে নিমজ্জিত।
তাই সে কীভাবে এই দুইয়ের মেলবন্ধনে রহস্যের সমাধান করে তা বেশ চমক দিতে চলেছে দর্শকদের। জানা গিয়েছে, এই সিনেমাটি আগামী ১৭ই জানুয়ারী মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। নাম থেকেই বোঝা যাচ্ছে সেটি ফেলু’দা এবং ব্যোমকেশ বক্সীর নাম থেকে নেওয়া হয়েছে।
যার দ্বারা এটাই স্পষ্ট হয়েছে পরিচালক নতুন রহস্য গল্প আনলেও সেখানে বাঙালীর অতি পরিচিত দুই চরিত্রের ছাপ রেখেছেন। যা বেশ আকর্ষণীয় হতে চলেছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে টিজার লঞ্চ হওয়া ছাড়াও এই সিনেমার দুটি গান মুক্তি পেয়েছে সেগুলিও মনে ধরেছে দর্শকদের।