ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এখন ভারতীয়দের জন্য একটি গর্বের নাম। মহাকাশ থেকে ফিরে এসেছেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। দীন ১৮ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে ফের পৃথিবীর বুকে ফিরে এসেছেন তিনি। শুভাংশু সহ চার জন নভশ্চর এই মিশনের কাজে যুক্ত ছিলেন। ১৮ দিন পর পৃথিবীতে ফিরে এসে নিজের পরিবারকে আগলে নিলেন শুভাংশু। পৃথিবীতে ফিরে এসে স্ত্রী ও পুত্রকে জড়িয়ে ধরলেন তিনি।
মহাকাশ থেকে ফিরে আসার পরের দিনই পরিবারের সঙ্গে সাক্ষাৎ হলো শুভাংশুর। মহাকাশে পাড়ি দেওয়ার আগে দুই মাস পরিবারের থেকে দূরে থাকতে হয়েছিল শুভাংশুকে। মানতে হয়েছিল অনেক নিয়ম। পর্যবেক্ষণে থাকতে হয়েছিল চারজন নভশ্চরকে। অবশেষে মহাকাশ থেকে ফিরে আসার পরদিন নিজের পরিবারকে স্পর্শ করে যেনো দীর্ঘদিনের দূরত্ব কাটিয়ে উঠলেন। পরিবারের সঙ্গে শুভাংশুর দেখা হওয়ার সেই আবেগঘন মূহুর্ত এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
স্ত্রী কামনাকে আবেগঘন হয়ে জড়িয়ে ধরেন শুভাংশু। তার চোখে আনন্দাশ্রু যেনো সেই অনুভূতি প্রকাশ করে। একটি ছবিতে শুভাংশুকে তার ছেলেকে কোলে নিতে দেখা গিয়েছে। শুভাংশু জানান, “পরিবারের সদস্যদের জড়িয়ে ধরা তার কাছে বাড়ি ফেরার সমান।” অ্যাক্সিয়ম ৪ অভিযানের চার নভশ্চরকে নিয়ে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের কাছে প্রশান্ত মহাসাগরে নামে ড্যাগন ক্যাপসুল।
সেখান থেকে তাদের শারীরিক পরীক্ষানিরীক্ষা হওয়ার পর আপাতত পর্যবেক্ষণে রয়েছেন তারা। বর্তমানে টেক্সাসের হাউস্টনে রয়েছেন শুভাংশু। সেখানেই স্ত্রী ও পুত্রের সঙ্গে দেখা হয় তার। পরিবারের সঙ্গে দেখা হওয়ার সেই আবেগঘন মূহুর্ত নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভাংশু। দীর্ঘ দুই মাস পর পরিবারেকে কাছে পেয়ে আবেগঘন শুভাংশু নিজেও।