কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের পর প্রথম জন্মাষ্টমী, গোপালের কাছে কী পার্থনা তারকা দম্পত্তির?

কাঞ্চন ও শ্রীময়ীর বিবাহের পর এটা তাদের প্রথম জন্মাষ্টমী। গৃহে গোপালপুরজোর আয়োজন করল কাঞ্চন ও সহধর্মী শ্রীময়ী। কি চাইলেন গোপালের কাছে? জন্মাষ্টমী, প্রায় সকলের গৃহে গোপাল পুজোর উৎসব চলছে। বাকি থাকলো না কাঞ্চন মল্লিকের গৃহও। সাজসজ্জা সেজে উঠেছে কাঞ্চনের বাড়ির গোপাল। এটাই তাদের বিবাহের পর প্রথম গোপালের পুজো। আর এমন দিনেই ভগবানের কাছে কী নিবেদন করলেন কাঞ্চন ও শ্রীময়?

সেই দিন কাঞ্চন মল্লিক বাড়ির ঠাকুরের সিংহাসনের ছবি শেয়ার করলেন। সেখানে দেখা যাচ্ছে গোপালের অঙ্গে গোলাপি রঙের একটি জামা ,মুকুট ,হার ,ইত্যাদি পড়ানো হয়েছে, পুষ্প দিয়ে সাজিয়ে পুজো দেওয়া হয়েছে। কিন্তু এই বিশেষ একটি দিনে কাঞ্চন ও তার সহধর্মিনী কে চাইলেন গোপালের কাছে? দূরদর্শন ৯ বাংলাকে দেখা সাক্ষাৎকারে কাঞ্চন মল্লিক জানালেন, ‘আমার বাড়ির এটা একটা অনুষ্ঠান, অবশ্যই করবো, আয়োজন চলছে, সাজসজ্জা ও চলছে, রাতে পুজো হবে। কিন্তু গোপালের কাছে তারা কি চাইলেন? এই আলোচনায় জানালেন, ‘ এখন সবার প্রার্থনা একটাই।’

আরজিকর কর্মকাণ্ড নিয়ে উত্তপ্ত গোটা বাংলা। একসাথে জোট হয়ে রাস্তায় নামছে মানুষ। কিন্তু সেই সমাবেশের কোথাও তাদের দেখা যায়নি শ্রীময়ী ও কাঞ্চন মল্লিক কে। অন্যদিকে আর্টিস্ট ফোরামে সম্মেলনে অনুপস্থিত ছিলেন কাঞ্চন মল্লিক। কেন? এই বিবরণে তিনি জানান, শ্রীময়ীর একটি শুটিং চলছে, সেখান থেকে ছুটি পায়নি। কাঞ্চনের ও একটি শুটিং চলছিল তাই যেতে পারেনি।’ তবে সমাবেশে না গেলেও বাকিদের মতো তারাও যে আরজিকরের তিলোত্তমার সুবিচার চান সেটা স্পষ্ট করে জানান।

২০২৪ সালের মার্চ মাসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, দীর্ঘদিন তাদের বন্ধুত্ব থাকার পর প্রেম করে সাত পাকে আবদ্ধ হন দুজনে। ১৪ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিন তারা রেজিস্ট্রি করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

আরও পড়ুন,
*শুটিংয়ের পর সকলে ঘুমিয়ে পড়লে টানা ২ঘন্টা কী করতেন প্রিয়ঙ্কা-অনুষ্কা? সিক্রেট ফাঁস করলেন মনোজ

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক