মুক্তি পেল শুভশ্রী গাঙ্গুলী, জিতু কমল অভিনীত সিনেমা ‘গৃহপ্রবেশ’এর প্রথম গান ‘মেঘপিয়ন’। যা মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। ইতিমধ্যেই এই সিনেমা নিয়ে একাধিক পোস্ট করা হয়েছে সমস্ত কলাকুশলীদের তরফ থেকে। সেখান থেকেই জানা গিয়েছে আগামী ১৩ই জুন সিনেমাটি মুক্তি পাবে।
তার আগে একে একে প্রকাশ্যে আসছে সিনেমা টিজার থেকে শুরু করে গান। সম্প্রতি যে গানটি প্রকাশ্যে এসেছে তার নাম ‘মেঘপিয়ন।’ প্রসেনের লেখা এবং ইন্দ্রদীপ দাশগুপ্তের সুর দেওয়া এই গানটি গেয়েছেন দেবায়ন ব্যানার্জি। সোশ্যাল মিডিয়ায় এই গানটি শেয়ার করে লেখা হয়েছে, ‘মেঘপিয়নের খামে ভেসে আসে মনকেমনের খোলা চিঠি।’
প্রকাশ্যে আসা মাত্র সেটা দেখে ফেলেছেন প্রচুর মানুষ। সকলের মুখে একটাই কথা গানের সুর কথা থেকে শুরু করে শুভশ্রীর অভিনয় অনবদ্য তার চোখ যেন হাজারো কথা বলে যায় আসলে এই গান থেকে সিনেমার সম্পর্কে কিছুটা আন্দাজ পাওয়া গিয়েছে।
এই সিনেমাতে শশুর শাশুড়ি র ভূমিকায় দেখা যাবে কৌশিক গাঙ্গুলী এবং সোহিনী সেনগুপ্ত। অন্যদিকে বাড়ির ছেলে ও বৌমার চরিত্রে অভিনয় করবেন সেতু কমল ও শুভশ্রী তবে কোন কারনে সেখানে শুভশ্রী স্বামীর মৃত্যু ঘটবে। গোটা জ্ঞান দিতে তাকে বিধবার বেশি দেখা যায়।
তবে হঠাৎ করে সেখানে তার স্বামীর মতন দেখতে এক যুবক উঠে আসেন। ধীরে ধীরে তার বৈবাহিক জীবনের সমস্ত স্মৃতি ফিরে আসে যেন। নতুন করে রঙের ছোঁয়া সাজিয়ে তোলে সে নিজেকে। সেই তার আসল স্বামী নাকি অন্য কেউ সেটাই জানা যাবে এই সিনেমায়।