মেঘালয়ের হড়পা বানে নিহত ১০! যোগাযোগ বিচ্ছিন্ন

kmc 20241006 073906 jBW0eOIH8y

মেঘালয়ের গারো পাহাড়ের নাম আমাদের কারোরই অজানা নয়। গত শুক্রবার গারো পাহাড়ের পশ্চিমের দিকে ও দক্ষিণের দিকের বেশ কিছু অঞ্চলে হড়পা বাণ এসে ধস নামায়। এই ধসের কারনে ভেসে যায় গ্রামগুলি, সেই গ্রামগুলির কোনো অস্তিত্বই থাকে না। জানা গেছে, তিন তিনবার প্রবল বৃষ্টি হওয়াতে এই ধস নামে মেঘালয়ে। খবর পাওয়া গেছে সেখানে,
নিহত হয়েছেন ১০ জন, তবে এখনো উদ্ধার কার্য চলছে।

শুক্রবারে মেঘালয়ের একটি ছোট্ট গ্রাম যার নাম ‘ডালু’ সেখানে হঠাৎ এই ধস নেমে আসে,ফলে মৃত্যু হয় বেশ কয়েকজনের। এরপর শনিবারেও গারো পাহাড়ের দক্ষিণ দিকে ও পশ্চিম দিকে বেশ কয়েকবার ধস নেমেছে, এরই সাথে হড়পা বান‌ও এসেছে । এখনো পর্যন্ত খবর রয়েছে ১০ জনের নিহত হয়েছেন এবং বহু লোক আহত হয়েছেন। যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান মেঘালয়ের মুখ্যমন্ত্রী।

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ওইসব এলাকায় যোগাযোগ করা যাচ্ছে না, সেখানে একটি কাঠের সেতু ছিল সেটিও ভেঙে যাওয়াতে সেই স্থানে উদ্ধারকারীরা পৌঁছাতেই পারছেন না। তবে মেঘালয় রাজ্য বিপর্যয় বাহিনী এবং জাতীয় বিপর্যয় বাহিনী উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গারো পাহাড়ের বেশ কিছু অঞ্চল যেমন,সুইপার কলোনি, কামিপাড়া, সানি হিল্‌স,ঋষিপাড়া, হাওয়াখানা আরো বেশি করে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।

শনিবারে গারো পাহাড়ের এই পরিস্থিতি দেখে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জেলা প্রশাসনকে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আদেশ দেন। এবং তিনি বলেন যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটি অবশ্যই সরকার দপ্তরে জানিয়ে সাহায্যের আবেদন করতে। তিনি বলেন এই সময়ে এলাকাবাসীর কাছে খাদ্যসামগ্রী যেন সঠিক সময় পৌঁছে দেওয়া হয়। এমন কি সেখানকার মুখ্যমন্ত্রী এও বলেছেন ,প্রয়োজন পড়লে উদ্ধার কার্যের জন্য অস্থায়ী রাস্তা তৈরি করে সেখানে পৌছাতে হবে।