ক্রিকেটের জগতে লখনউ সুপার জায়ান্টসের মায়াঙ্ক যাদব কে চেনেন না এমন লোক টর্চ দিয়ে খুজলেও পাওয়া যাবে না। চোট পাওয়ার কারণে মায়াঙ্ক এবার আইপিএল খেলতে পারেননি, তিনি ক্রিকেটের জগতে একজন উজ্জল নক্ষত্র এই বিষয়ে কোন দ্বন্দ্ব নেই।
প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস তো মায়াঙ্ক এর প্রশংসায় পঞ্চমুখ। মায়াঙ্ক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রায় ঘন্টায় ১৫০ কিমি গতিতে বোলিং করেছেন, শুধুমাত্র যে একবারই এমন যাদু তিনি দেখিয়েছেন তা নয়, বারংবার এরূপ বোলিং করেছেন। তার এই বোলিং দেখে ভক্ত মহলে হৈ হৈ লেগে যায়। সত্যি বলতে বোলিং এর এত গতি মেইন্টেন করাটা সত্যিই খুব চাপের।
যেহেতু জন্টি রোডস লখনউ সুপার জায়ান্টসের ফিল্ডিং কোচ সেহেতু তিনি মায়াঙ্ক যাদব কে খুব ভালো করে জানেন। তিনি বলেন নেটে বোলিংয়ের সময় মায়াঙ্ক খুব চোট পেয়েছিল, সে কারণেই আইপিএলে খেলতে পারেননি তিনি।
যদি তিনি সুস্থ থাকতেন তাহলে গতবছর অর্থাৎ ২০২৩ এ কার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই অভিষেক হয়ে যেত। মায়াঙ্ক একবার নয় দুই দুই বার ম্যাচে সেরা হওয়ায় পুরস্কার পেয়েছিলেন। জন্টি রোডস বলেন, তিনি ফিল্ডিং কোচ বোলিং কোচ নয় তাই অতটা বোঝেননা বোলিং সম্পর্কে, তবে মর্নে মর্কেল মায়াঙ্ককে বলেছিলেন যে তিনি রোলস রয়েসের মত বোলিং করেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মায়াঙ্কই সবথেকে দ্রুত গতিতে বোলিং করেছেন। তিনি ব্যাঙ্গালোরের ক্ষেত্রে ঘন্টায় ১৫৬.৭কিমি গতিতে বোলিং করেছেন। অনেকেই মনে করেন মায়াঙ্ক যাদবকে অস্ট্রেলিয়া সফরের নিয়ে যাওয়া দরকার। তার বোলিং মানুষকে মুগ্ধ করে, মায়াঙ্কের মত দ্রুতগতির বোলার সত্যিই খুব কম দেখা যায়, তিনি ভারতীয় ক্রিকেট দলকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে এ বিষয়ে কোন সন্দেহ নেই।
আরও পড়ুন,
*বাড়ি থেকে বেরোনোর পূর্বে ছেলেকে কি শিক্ষা দেওয়া উচিৎ, জানিয়েছেন বিশেষজ্ঞরা