kmc 20240722 152054 1jb7gFsU7g

এবার থেকে দেশের সর্বত্রই বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পাওয়া যেতে পারে! সম্প্রতি সেই বিষয়ক আলোচনাই করা হয়েছে সংসদে। জানা গিয়েছে প্রত্যন্ত অঞ্চল-সহ গোটা দেশে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা নিয়ে আলোচনা করা হয়েছে। সেই বিষয়ক প্রাইভেট মেম্বার্স বিলে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা।

যেসব অঞ্চলে এখনো ইন্টারনেট পরিষেবা পৌঁছায়নি এছাড়া যেখানে খুব ভালো পরিষেবা পাওয়া যায় না সেখানে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা জরুরী। তাইতো এই প্রাইভেট মেম্বার্স বিলে বলা হয়েছে ‘দেশের কোনো নাগরিককেই ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত রাখা যাবে না। ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন, এমন কোনও ফি, চার্জ বা খরচ নেওয়া যাবে না।’

মূলত ২০২৩ সালে রাজ্যসভায় বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা সংক্রান্ত বিল পেশ করেছিলেন সিপিআইএম সাংসদ ভি শিবদাসন। তাতেই মিলেছে সম্মতি, টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রাজ্যসভার সেক্রেটারি-জেনারেলকে জানিয়েছেন রাষ্ট্রপতি এই বিল নিয়ে রাজ্যসভায় আলোচনার জন্য সম্মতি জানিয়েছেন।

আসলে রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো প্রাইভেট মেম্বার্স বিল নিয়ে সংসদে আলোচনা করা যায় না। মন্ত্রীসভার মাধ্যমেই সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি। আমরা সকলেই জানি বর্তমানে ভারতের যে কোনো বড়ো রেল স্টেশনে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়।

যদিও সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা সর্বত্র চালু হয়নি। তাই যদি এই বিল সংসদে পাশ হয়ে যায় তাহলে সারা দেশেই বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পাওয়া যেতে পারে। যেহেতু সংবিধানের মৌলিক অধিকারে বলা হয়েছে দেশের সব নাগরিক মতপ্রকাশ করার অধিকার পান সে ভিত্তিতেই এই দাবী জানানো হয়েছে।