ফুচকা! নাম শুনলেই জিভে জল আসে, শরীরের পক্ষে কতটা উপকারী? জানুন

ভারতের অলিতে গলিতে যে খবারি সবথেকে বেশি জনপ্রিয় তা হলো ফুচকা। মুখের স্বাদ বদল করতে টক ঝালা এই ফুচকার জুড়ি মেলা ভার। ভারতের একেক রাজ্যে একেক নামে এটি প্রচলিত। স্বাদে ও গন্ধে সকলের মন টানে ফুচকা। তবে ফুচকা খেলেও একাধিক উপকার পাওয়া যায় । অনেকেই শুনে অবাক হতে পারেন তবে এটিই সত্যি। ফুচকার মধ্যে এমন কিছু উপাদান মেশানো হয় যা শরীরের পক্ষে উপকারী৷

তেঁতুল – তেঁতুল ছাড়া ফুচকার জল বানানো যায় না। ফুচকার টক জল তেঁতুল দিয়েই হয়। তেঁতুল হজমে সহায়তা করে।

পুদিনা পাতা – ফুচকা বানাতে পুদিনা পাতা ব্যবহার করা হয়। পুদিনা পাতা আমাদের পেটের সমস্যা দূর করে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

লঙ্কা – ফুচকা ঝাল না হলে খেতে মজা লাগে না। তাই ফুচকাতে লঙ্কা দিতেই হয়। লঙ্কা শরীরের ওজন কমায়।

বিট নুন – বিট নুন দিলে ফুচকার স্বাদ আরও বেড়ে যায়। বিট নুন কোলেস্টেরল, ডায়াবেটিস ও অ্যাসিডিটি কমাতে সাহায্য করে।

এর পাশাপাশি ফুচকায় দেওয়া হয় জিরের গুঁড়ো। সেটিও শরীরের পক্ষে উপকারী। আলু মাখায় অনেকে ছোলা, বাদাম দেন যা শরীরের জন্য দরকারি।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক