সকালে ঘুম থেকে উঠে যদি বিছানায় চায়ের কাপ দেখেন মনটা ভালো হয়ে যায়। কিন্তু যদি একটি বড়সড় গোখরো সাপকে আপনার সঙ্গেই বিছানায় দেখেন তখন পরিস্থিতি অজ্ঞান হওয়ার অবস্থা হয়। তেমনই সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখে পিলে চমকে গিয়েছে সকলের। গোখরো সাপ যে খুব ভয়ানক সাপ তা সকলেরই জানা।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে বিছানায় লম্বালম্বিভাবে দু’টো তোশক পাতা রয়েছে। একজন তরুণ একটি আঁকশি নিয়ে তোশক দু’টি নেড়েচেড়ে দেখছেন। এরপর তিনি একটি তোশকের উপর আরেকটি তোশক চাপিয়ে দিলেন। আর তারপর ভালো করে লক্ষ্য করে দেখা গেলো তাতে রয়েছে একটি বড় গোখরো সাপ।
সম্প্রতি ইনস্টাগ্রামে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর এই ভিডিও দেখে স্তম্ভিত নেট দুনিয়ার সকলে। বিছানার উপরে রাখা তোশকগুলি সরিয়ে দেখতে গিয়ে ওই তরুণ দেখতে পান একটি সাপ। তোশক সরাতেই কুন্ডলী পাকানো সাপটি যেনো নড়েচড়ে উঠল। এরপর তরুণটি আঁকশি নিয়ে কাছে যেতেই সাপটি সামনে দিকে এগিয়ে গেলো।
এদিকে তরুণ বুঝতে পারছেন না কীভাবে সাপটিকে বিছানা থেকে তুলে ফেলবেন। লেজের দিকটি সামান্য টেনে ধরতেই ফণা তুলল সাপটি। এখানেই ভিডিওটি শেষ হয়। যদিও ইনস্টাগ্রামে পোস্ট করা এই ভিডিওটি ঘটনা কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে সাপটিকে দেখে অনেকেই ভয় পেয়েছেন।
আরও পড়ুন,
*মাথায় সিঁদুর, হাতের শাঁখা-পলা, বিয়ের পর এই প্রথম কোনো অনুষ্ঠানে সামিল সোহিনী