Gold Price 6 March 2024 Sangbad Bhavan
Gold Price: সপ্তাহের প্রথম দুদিন পর পর দাম কমলেও তৃতীয় দিন উল্টো ক্থা বলছে বাজারে হলুদ ধাতুর দামে। আর ৬ই মার্চ বুধবার বেড়ে গেল সোনার দাম। বাঙালির জীবনে হলুদ ধাতু সোনা গুরুত্বপূর্ণ সম্পদ। সঞ্চয় হোক অথবা অলঙ্কার, সোনা (Gold)-র মূল্য সর্বদাই। যে কোনও শুভ কাজে সোনা প্রয়োজন। সঞ্চয় বাড়ে সোনা থাকলে। আবার কখনও বিপাকে বা সোনার দাম বাড়লে কাজে আসে। সূত্র মারফত জানা গিয়েছে মঙ্গলবারের তুলনায় ৬ই মার্চ (বুধবার) কলকাতায় হলুদ ধাতু সোনার দাম কিছুটা বাড়ল।
বুধবার ২৪ ক্যারাট সোনা(Gold)-র দাম
*কলকাতায় বুধবার ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৪৮৬ টাকা।
*১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ৬৬ হাজার ৪৭০ টাকায়।
যেখানে গতকাল মঙ্গলবার(৫ই মার্চ) এই দাম ছিল ৬৪ হাজার ৮৫০ টাকা।
২২ ক্যারাট সোনার দাম
বুধবার কলকাতায় হলুদ দাতুর দাম,
* ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এসে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৪৬ টাকা।
* ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এসে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৪৬০ টাকা।
১৮ ক্যারাট সোনার দাম
কলকাতায় বুধবার,
*১ গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৫ টাকা।
* আর ১০ গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ৪৮ হাজার ৬৫০ টাকা।