সপ্তাহের শুরুতেই বাড়ল সোনার দাম: ৮ ডিসেম্বর দেশের বড় শহরগুলিতে কত বিক্রি হচ্ছে ২২-২৪ ক্যারেট সোনা

সপ্তাহের শুরুতেই ফের ঊর্ধ্বমুখী হল সোনার বাজার। ৮ ডিসেম্বর শনিবার সোনার দামে লেগেছে উল্লেখযোগ্য বৃদ্ধি। বিগত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, ডলার সূচকের ওঠানামা ও বিনিয়োগকারীদের বাড়তি চাহিদার জেরে একাধিকবার দাম বাড়লেও সপ্তাহের শুরুতেই সোনার দামের আরও একটি নতুন উত্থান দেখা গেল। কলকাতাসহ দেশের হায়দরাবাদ, পাটনা, মুম্বই, দিল্লি, জয়পুর ও চেন্নাই—সব প্রধান শহরেই বেড়েছে ১৮, ২২ ও ২৪ ক্যারেট সোনার মূল্য।

নিচে শহরভিত্তিক বিস্তারিত সোনার দাম তুলে ধরা হল—

কলকাতায় আজকের সোনার দাম (৮ ডিসেম্বর)

gold price
gold price

১৮ ক্যারেট সোনা
১ গ্রাম – ₹৯৭৮২ (বৃদ্ধি ₹২১)
১০ গ্রাম – ₹৯৭৮২০ (বৃদ্ধি ₹২১০)
১০০ গ্রাম – ₹৯৭৮২০০ (বৃদ্ধি ₹২১০০)

২২ ক্যারেট সোনা
১ গ্রাম – ₹১১,৯৫৫ (বৃদ্ধি ₹২৫)
১০ গ্রাম – ₹১,১৯,৫৫০ (বৃদ্ধি ₹২৫০)
১০০ গ্রাম – ₹১১,৯৫,৫০০ (বৃদ্ধি ₹২৫০০)

২৪ ক্যারেট সোনা
১ গ্রাম – ₹১৩,০৪২ (বৃদ্ধি ₹২৭)
১০ গ্রাম – ₹১,৩০,৪২০ (বৃদ্ধি ₹২৭০)
১০০ গ্রাম – ₹১৩,০৪,২০০ (বৃদ্ধি ₹২৭০০)

হায়দরাবাদে সোনার দাম

Gold
Gold

২২ ক্যারেট: ১০ গ্রাম – ₹১,১৯,৫৫০ (বৃদ্ধি ₹২৫০)
২৪ ক্যারেট: ১০ গ্রাম – ₹১,৩০,৪২০ (বৃদ্ধি ₹২৭০)
১৮ ক্যারেট: ১০ গ্রাম – ₹৯৭৮২০ (বৃদ্ধি ₹২১০)

পাটনায় সোনার দাম

মঙ্গলবারে সোনার দামে বড়সড় উত্থান: কোথায় কত দাম দেখুন
২২ ক্যারেট: ১০ গ্রাম – ₹১,১৯,৬০০ (বৃদ্ধি ₹২৫০)
২৪ ক্যারেট: ১০ গ্রাম – ₹১,৩০,৪৭০ (বৃদ্ধি ₹২৭০)
১৮ ক্যারেট: ১০ গ্রাম – ₹৯৭৮৭০ (বৃদ্ধি ₹২১০)

মুম্বইয়ে সোনার দাম

২২ ক্যারেট: ১০ গ্রাম – ₹১,১৯,৫৫০ (বৃদ্ধি ₹২৫০)
২৪ ক্যারেট: ১০ গ্রাম – ₹১,৩০,৪২০ (বৃদ্ধি ₹২৭০)
১৮ ক্যারেট: ১০ গ্রাম – ₹৯৭৮২০ (বৃদ্ধি ₹২১০)

দিল্লিতে সোনার দাম
২২ ক্যারেট: ১০ গ্রাম – ₹১,১৯,৭০০ (বৃদ্ধি ₹২৫০)
২৪ ক্যারেট: ১০ গ্রাম – ₹১,৩০,৫৭০ (বৃদ্ধি ₹২৭০)
১৮ ক্যারেট: ১০ গ্রাম – ₹৯৭৯৭০ (বৃদ্ধি ₹২১০)

জয়পুরে সোনার দাম
২২ ক্যারেট: ১০ গ্রাম – ₹১,১৯,৭০০ (বৃদ্ধি ₹২৫০)
২৪ ক্যারেট: ১০ গ্রাম – ₹১,৩০,৫৭০ (বৃদ্ধি ₹২৭০)
১৮ ক্যারেট: ১০ গ্রাম – ₹৯৭৯৭০ (বৃদ্ধি ₹২১০)

চেন্নাইতে সোনার দাম
২২ ক্যারেট: ১০ গ্রাম – ₹১,২০,৪০০ (বৃদ্ধি ₹২৫০)
২৪ ক্যারেট: ১০ গ্রাম – ₹১,৩১,৩৫০ (বৃদ্ধি ₹২৭০)
১৮ ক্যারেট: ১০ গ্রাম – ₹১,০০,৪০০ (বৃদ্ধি ₹২১০)

সংক্ষেপে
৮ ডিসেম্বর দেশের প্রায় সব বড় শহরেই সোনার দামে স্থির ঊর্ধ্বগতি দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে চাহিদা বৃদ্ধির পাশাপাশি উৎসব-পর্বের কেনাকাটা ও বিনিয়োগ বাড়ার কারণে এই বৃদ্ধি আরও স্থায়ী হতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক