বুধবার ফের বেড়েছে সোনার দাম, কলকাতায় নতুন রেকর্ড

ভারতের বিভিন্ন শহরে ফের বেড়েছে সোনার দাম। কলকাতা, মুম্বই, চেন্নাই, দিল্লি সহ প্রধান শহরগুলিতে ২২ ও ২৪ ক্যারেট সোনার দরে পরিবর্তন দেখা গেল আজ।

সোনার বাজারে আবারও ঊর্ধ্বমুখী ধারা। প্রতিদিনই যেমন পরিবর্তন হয় সোনার দাম, আজও তেমনই গতকালের তুলনায় বৃদ্ধি দেখা গেল। গত কয়েক মাস ধরেই সোনার দাম লাখের ঘরে স্থিতিশীল থাকলেও, মাঝেমধ্যে সামান্য ওঠানামা দেখা গেছে। তবে আজকের বৃদ্ধিতে ফের চাঙা হল বাজার।

gold
gold

কলকাতায় আজ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ₹১১,১৪৫ এবং ২৪ ক্যারেট সোনার দাম ₹১২,১৫৪। গতকাল এই দাম ছিল যথাক্রমে ₹১১,০৭৫ এবং ₹১২,০৮২। অর্থাৎ একদিনে প্রতি গ্রামে প্রায় ₹৭০-₹৭২ বেড়েছে।

দেশের অন্যান্য বড় শহরগুলিতেও দাম বেড়েছে

চেন্নাই: ২২ ক্যারেট ₹১১,২১০ | ২৪ ক্যারেট ₹১২,২২৯

মুম্বই: ২২ ক্যারেট ₹১১,১৪৫ | ২৪ ক্যারেট ₹১২,১৫৮

দিল্লি: ২২ ক্যারেট ₹১১,১৬০ | ২৪ ক্যারেট ₹১২,১৭৩

বেঙ্গালুরু: ২২ ক্যারেট ₹১১,১৪৫ | ২৪ ক্যারেট ₹১২,১৫৮

আমেদাবাদ: ২২ ক্যারেট ₹১১,১৫০ | ২৪ ক্যারেট ₹১২,১৬৩

কেরল: ২২ ক্যারেট ₹১১,১৪৫ | ২৪ ক্যারেট ₹১২,১৫৮

Gold

খবর
দারুন সুখবর! সম্পূর্ণ বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি পড়ার সুবর্ণ সুযোগ, কীভাবে পাবেন? জানুন

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ডলারের দামের পরিবর্তন ও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাই সোনার দামে এই ওঠানামার অন্যতম কারণ। বিনিয়োগকারীদের কাছে সোনা এখনও নিরাপদ বিকল্প হিসেবেই বিবেচিত হচ্ছে।

ব্যবসা
স্বর্ণ ঋণ নাকি সোনা বিক্রি? কোনটি বেশি লাভজনক

#GoldPriceToday #GoldRateIndia #KolkataGold #24KaratGold #22KaratGold #GoldMarket #IndianEconomy #GoldNews #GoldUpdate #BengaliNews

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক