গুগলের এআই চ্যাটবট জেমিনি সম্পর্কে সকলেই জানেন। এই চ্যাট বটে যেমন নানান বিষয় প্রশ্ন করা যায় তেমনই উত্তর পাওয়া যায়। কিন্তু এই এআই চ্যাট বটের কাছে প্রশ্ন করে “তুমি পৃথিবীর বোঝা, মরে যাও” উত্তর পেল এক ছাত্রী। গুগল এআই চ্যাটবটের এমন উত্তরে স্বভাবতই ভ্যাবাচ্যাকা খেয়ে যায় ওই ছাত্রী। পড়াশোনার বিষয়ে জিগ্যেস করলে এআই চ্যাটবটের তরফে এমনটা জানানো হয়।
এদিকে এমন বার্তা পেয়ে আতঙ্কে ভুগছে ওই ছাত্রী। জানা যাচ্ছে, মিশিগানের এক ছাত্রী গুগলের এআই চ্যাটবট জেমিনি থেকে পড়াশোনার জন্য সাহায্য চাইতে প্রশ্ন করে। সেইসময় চ্যাটবটের তরফে উত্তর আসে “তুমি পৃথিবীর বোঝা, মরে যাও”। এমন বার্তা পেয়ে যেমন বিস্মিত হয় ওই ছাত্রী তেমনই আতঙ্ক ঘিরে ধরে তাকে। গুগল এই ঘটনাকে নীতির লঙ্ঘন বলে ব্যাখ্যা করেছে।
গুগলের চ্যাটবট জেমিনি অর্থাৎ গুগলের এআই। এটি পৃথিবীর সমস্তরকম অনুসন্ধান দিতে প্রস্তুত। বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই এই চ্যাটবটের সাহায্য নিয়ে থাকেন। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে তারা এই চ্যাটবটের সাহায্য নেন। আর যেকোনো প্রশ্নের উত্তর সামনে এনে হাজির করে গুগলের চ্যাটবট জেমিনি।
কিন্তু মিশিগানের ওই ছাত্রী তার স্কুলের হোমওয়ার্ক করতে গিয়ে এমন অভিজ্ঞতার সম্মুখীন হন। জানা গিয়েছে, ওই ছাত্রীর নাম বিদ্যা রেড্ডি। কিছু প্রশ্নের উত্তর জানতে চাইলে জেমিনি জানায় সে শুধু শুধু সময়ের অপচয় করছে। সে পৃথিবীর বোঝা। তাই তার মরে যাওয়া উচিত। বিদ্যা রেড্ডি নামের ওই স্কুল পড়ুয়া এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে।