তৈরিতে যা খরচ তার তিন গুণ দামে বিক্রি হচ্ছে গুগল পিক্সেলের স্মার্টফোন, প্রকাশ্যে এলো চমকে যাওয়া তথ্য

তৈরি করতে খরচ হচ্ছে মাত্র ৩৪ হাজার টাকা। কিন্তু সেই স্মার্টফোন কিনতে গেলে দাম হচ্ছে লক্ষ টাকা। সম্প্রতি টেক জায়ান্ট সংস্থা ‘গুগল’-এর ফোন নিয়ে এবার এমনই তথ্য সামনে এলো। তবে সবথেকে অবাক করার বিষয় হলো তৈরি করা হচ্ছে যত টাকায় তার কয়েক গুণ বেশি টাকায় বিক্রি করা হচ্ছে এই স্মার্টফোন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘গুগল পিক্সেল ৯ প্রো’-এর সমস্ত তথ্য সামনে আসে।

সেই পোস্টে দাবি করা হয়েছে যে নির্মাণ করতে যেখানে ৪০৬ ডলার খরচ হয় যা ভারতীয় মুদ্রায় ৩৪ হাজার টাকা সেখানে এটি বিক্রি করার সময় দাম ধার্য করা হয় ১ লক্ষ ৯ হাজার ৯৯৯। অর্থাৎ স্মার্টফোনটি তৈরি করতে যত খরচ হয় তার তিন গুণ দাম দিয়ে কিনতে হয় গ্রাহকদের। সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, ‘পিক্সেল ৮ প্রো’-এর চেয়ে ১১ শতাংশ কম দামে তৈরি করা হয়েছে ‘গুগল পিক্সেল ৯ প্রো’।

জুকানলোসরেভ-এর তরফে এক্স হ্যান্ডেলে পুঙ্খানুপুঙ্খ হিসেব দেওয়া হয়েছে কোন খাতে কি খরচ হয়েছে স্মার্টফোনটি তৈরি করতে। সেই তথ্য বলছে, টেনসর জি ৪ চিপসেটের জন্য ৬৪০০ টাকা, স্যামসাংয়ের তৈরি এম ১৪ ডিসপ্লের জন্য ৬৩০০, ক্যামেরার জন্য ৫১০০ টাকা খরচ হয়েছে। এগুলি মিলিয়ে হয় ১৮ হাজার টাকা।

এর পাশাপাশি যদি শিপিং, মার্কেটিং ও অন্যান্য খরচ ধরা হয় তবে মোট ব্যয় ৩৪ হাজার টাকার কাছাকাছি দাঁড়ায়। অর্থাৎ গুগল পিক্সেল ৮ প্রো-এর নির্মাণে যা খরচ হয়েছে তার থেকে অনেক কম খরচে তৈরি করা হয়েছে গুগল পিক্সেল ৯ প্রো। অর্থাৎ এত দাম বাড়িয়ে বিক্রি হওয়ার জন্য অনেকেই অবাক হয়েছেন।