পুজোর বাসি ফুলেই হবে চুলের যত্ন! তাহলে তো অনেক টাকা জমানো যাবে

পুজোর পরে ঠাকুরের সজ্জায় ব্যবহৃত ফুলগুলো শুকিয়ে গেলে বেশির ভাগ সময়ই সেগুলি ফেলে দেওয়া হয়। কিন্তু খুব কম মানুষই জানেন, এই বাসি ফুলই হতে পারে ঘরোয়া রূপচর্চার অসাধারণ উপাদান। বিশেষ করে চুলের যত্নে নানা ফুলের গুণ বহুদিন ধরেই পরিচিত। পুজোর এই ফুলগুলোকে সামান্য প্রক্রিয়ায় ব্যবহার করলেই তৈরি করা যায় রাসায়নিকমুক্ত, সম্পূর্ণ প্রাকৃতিক হেয়ার প্যাক। দোকানের প্রসাধনী না কিনে ঘরেই তৈরি করা এই প্যাকে চুল হবে আরও মজবুত, ঘন ও উজ্জ্বল। পাশাপাশি টাকা খরচ কমবে ফলে টাকা জমানো যাবে। নিচে রইল কোন ফুল দিয়ে কীভাবে চুলের পরিচর্যা করা যায় তার বিস্তারিত উপায়।

জবাফুলে ঝলমল করবে চুল

জবাফুল চুলের পুষ্টির ক্ষেত্রে এক অনন্য ভেষজ উপাদান। এতে থাকা অ্যামাইনো অ্যাসিড কেরাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে। পাশাপাশি জবাতে উপস্থিত ভিটামিন ই এবং ভিটামিন সি স্ক্যাল্পকে সুস্থ রাখে ও চুলের ঘনত্ব বাড়ায়। শুকনো বা বাসি জবাফুলও এই যত্নে দারুণভাবে কাজে লাগে।

জবাফুলের হেয়ার মাস্ক তৈরির উপায়:
*৫–৬টি জবাফুল
*৮–১০টি জবাপাতা
*২–৩ চামচ নারকেল তেল
ফুল ও পাতাগুলি ভাল করে ধুয়ে একসঙ্গে মিহি করে বেটে নিন। প্রয়োজন হলে সামান্য জল মেশাতে পারেন। এরপর নারকেল তেল যোগ করে ঘন মিশ্রণ তৈরি করুন। স্ক্যাল্পে মাসাজ করে ৩০–৪০ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চুল হবে আরও উজ্জ্বল ও ঘন।

গাঁদার রসে কমবে খুশকি

গাঁদা ফুলের অ্যান্টিসেপটিক ও অ্যান্টিফাঙ্গাল গুণ খুশকি দূর করতে অত্যন্ত কার্যকর। মাথার ত্বকের শুষ্কতা ও চুলকানি কমাতেও গাঁদার তৈরি হেয়ার প্যাক দারুণ ফল দেয়।

গাঁদার হেয়ার প্যাক বানানোর উপায়:
*৪–৫টি গাঁদাফুল
*আধ কাপ টকদই
*১ চামচ মধু
পাপড়িগুলি ধুয়ে টকদই ও মধুর সঙ্গে ব্লেন্ড করুন। এই মিশ্রণ চুলে লাগিয়ে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে তিনবার ব্যবহার করলে খুশকি ও চুল পড়ার সমস্যা কমে যাবে।

অকালপক্বতা রুখবে অপরাজিতা

অপরাজিতা ফুলের প্রাকৃতিক নীল রং চুলকে পুষ্টি দেয় এবং আগেভাগে পেকে যাওয়া রোধ করে। পাশাপাশি চুল পড়া কমাতেও এটি অত্যন্ত কার্যকর।

আরও পড়ুন
বছরের শেষে বৃষ-তুলা-মীনের ভাগ্যে অর্থ, সম্মান ও সাফল্যের ঝলক

অপরাজিতার হেয়ার মাস্ক তৈরির উপায়:
*৮–১০টি অপরাজিতা ফুল
*২ চামচ পেঁয়াজের রস
*১ চামচ ক্যাস্টর অয়েল
অপরাজিতা ফুল পিষে মিহি মিশ্রণ তৈরি করে তাতে পেঁয়াজের রস ও ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। মাথায় লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে চুলের স্বাভাবিক রং বজায় থাকবে এবং চুল পড়াও কমবে।

আরও পড়ুন
ডিসেম্বরে তুলা রাশির ভাগ্যে বড় বদল: অর্থ, কেরিয়ার ও সম্পর্কে উন্নতির ইঙ্গিত

শেষকথা
পুজোর বাসি ফুল যে শুধু ফেলে দেওয়ার নয়, বরং চুলের পুষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে—তা এই সহজ ঘরোয়া উপায়গুলিই প্রমাণ করে। প্রাকৃতিক উপাদানে তৈরি এই হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে রাসায়নিকের ক্ষতি থেকে দূরে থেকেও চুল থাকবে সুস্থ, ঘন ও সুন্দর। চাইলে আপনার চুলের ধরন অনুযায়ী আরও কিছু ব্যক্তিগত পরামর্শও দিতে পারি।

আরও পড়ুন
সকলের জন্য নয় শসা: অতিরিক্ত খেলে হতে পারে নানা পার্শ্বপ্রতিক্রিয়া!

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক