অভিনেত্রী দিশা পাটানির হাতে খোদাই করা অভিনেতা প্রভাসের আদ্যাক্ষর! এমনই জল্পনা সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি অভিনেত্রী নিজেও। এই অভিনেত্রীর লাভ লাইফ নিয়ে যেন কৌতূহলের শেষ নেই দর্শকদের।
এর আগে টাইগার শ্রফের সাথে দীর্ঘদিন সম্পর্কে আবদ্ধ ছিলেন তিনি। তবে কিছু সময় আগে সেই সম্পর্কে ফাটল ধরে। এসবের মাঝেই সম্প্রতি তাকে পাপারাজ্জিরা ক্যামেরাবন্দী করেছিলেন। যেখানে দেখা যায় একটি নীল ট্যাঙ্ক টপ এবং সাদা প্যান্ট পরিহিত অবস্থায় রয়েছেন তিনি।
তবে সবথেকে বেশি নজর কেড়েছে তার বাঁ হাতে খোদাই করা ‘PD’ অক্ষর। D এর অর্থ দিশা, তবে P এর অর্থ কী এই নিয়ে সমালোচনা তুঙ্গে। কেউ কেউ লিখেছেন, ‘P এর অর্থ কল্কি’ সিনেমার সহ-অভিনেতা প্রভাস। আবার কেউ লিখেছেন, ‘প্রভাস দিশা’ সাথে লাল হৃদয় ইমোজি।
তবে বিষয়টি নিয়ে বেশ মজা পেয়েছেন দিশা। তাইতো ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার ট্যাটু ঘিরে এতো কৌতূহল দেখে মজা পেয়েছি! বোঝার চেষ্টা করছি এতো আনন্দ কীসের! #cloudnine।’ যদিও তাতে খোলসা হয়নি বিষয়টা।
অন্যদিকে কিছুদিন আগেই তাকে আলেকজান্ডার আলেক্স ইলিচের সাথে বাইরে যেতে দেখা গিয়েছিল। যার পুরো হাত এবং বাইসেপ জুড়ে রয়েছে দিশার মুখের ট্যাটু। যদিও তারা তাদের সম্পর্কের বিষয়ে স্বীকারও করেননি, আবার অস্বীকার করেননি। তাই তো আপাতত ধোঁয়াশায় রয়েছেন দর্শকেরা।