Viral Video: রাস্তায় হেঁটেচলে বেরাতে দেখা গেলো কুমিরকে! প্রকাশ্যে সেই ভিডিও

Walking on the street, the crocodile was seen! The video is public

গত কয়েকদিন ধরেই দেশের একাধিক জেলায় চলছে বৃষ্টিপাত। তেমনই মহারাষ্ট্রেও একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে দাপিয়ে। এভাবেই দুর্যোগের মধ্যে মহারাষ্ট্রের রাস্তায় হেঁটেচলে বেরাতে দেখা গেলো কুমিরকে। বেশ বড় দৈর্ঘ্যের কুমিরটি রীতিমতো রাস্তায় হেঁটে চলে বেড়াচ্ছে। সেই রাস্তা দিয়েই চলছে বড়ো বড়ো গাড়ি। এদিকে কুমির দেখে গাড়িগুলি দাঁড়িয়ে পড়ে।

অনেকেই ওই ঘটনার ভিডিও করতে শুরু করে। আর তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে রাজ্যের উপকূলবর্তী রত্নগিরির জেলায়। রত্নগিরি জেলার চিপলুন এলাকার একটি রাস্তায় দেখা গিয়েছে ওই বিশাল চেহারার কুমিরটিকে। আর এই কুমিরটি যে ভয়ানক হিংস্র তা ভিডিওতে স্পষ্ট।

গত কয়েকদিন ধরে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর জেরে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রের বিস্তীর্ণ জায়গা জুড়ে। আর তারফলে ফুঁসছে নদীর জল। কোথাও কোথাও আধডোবা জল। আর এভাবেই কুমিরটি জল থেকে ডাঙায় চলে আসে।

শহরের রাস্তায় এভাবে কুমির হেঁটে বেড়াতে দেখে অনেকেই হকচকিয়ে গিয়েছেন। অনেকে মনে করছেন পার্শ্ববর্তী নদী থেকে কুমিরতি রাস্তায় উঠে এসেছে। ভারি বৃষ্টির জেরে নদীর জলস্তর বেড়ে গিয়েছে আর তার ফলেই এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন সকলে।