আগামী ১২ই জুলাই সম্পন্ন হতে চলেছে ভারতের সবথেকে ব্যয়বহুল বিবাহ অনুষ্ঠান। তবে বাড়ির বিয়ের আগেই আম্বানিরা আয়োজন করলেন ৫০ জন গরীব ছেলে-মেয়ের গণবিবাহ। মঙ্গলবার রিলায়েন্স কর্পোরেট পার্কে আয়োজন করা হয়েছিল এই গণবিবাহ।
যেখানে উপস্থিত ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক মুকেশ আম্বানি, তার স্ত্রী নীতা আম্বানি, বড়ো পুত্র আকাশ আম্বানি, পুত্রবধূ শ্লোকা আম্বানি, মেয়ে ইশা আম্বানি এবং জামাই আনন্দ পিরামল। আম্বানি মহিলাদের এদিন দামী দামী পোশাক এবং গয়নায় দেখা গিয়েছে।
সকলের সাথে কথা বলেছেন তারা এবং আশীর্বাদে ভরিয়ে তুলেছেন নবদম্পতিদের। আসলে আম্বানিরা মাঝেমধ্যেই বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ করে থাকেন। সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ান তারা। এই নিয়ে তাদের প্রশংসায় পঞ্চমুখ সকলে।
এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে বিয়ের পর তাদেরকে উপহার দিয়েছেন তারা? জানা গিয়েছে নবদম্পতিকে আশীর্বাদ হিসেবে আর্থিক সাহায্য করেছেন নীতা। প্রত্যেক দম্পতিকে বিয়ের আংটি, নাকছাবি, সোনার গয়না, পায়ের আংটি, নুপুর, মঙ্গলসূত্র উপহার দিয়েছেন।
এছাড়াও ‘স্ত্রীধন’ হিসেবে প্রত্যেক কনেকে এক লক্ষ এক টাকার চেক তুলে দেন নীতা। তাদের এই আর্থিক সাহায্য যে নবদম্পতিদের নতুন জীবন শুরু করতে অনেকটাই সাহায্য করবে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে খুব শীঘ্রই তাদের বাড়িতে বিয়ের সানাই বাজতে চলেছে। আগামী ১২শে জুলাই বিয়ের পিঁড়িতে বসবেন অনন্ত এবং রাধিকা।