একসময় নিজের গায়ের রং এবং দাঁত নিয়ে হীনমন্যতায় ভুগতেন মিঠুন চক্রবর্তী! সম্প্রতি সেই বিষয়ে মুখ খুলেছেন আরেক বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। এই অভিনেত্রীর সাথে মিঠুনের ভীষণই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাইতো তার জীবনের অজানা দিকগুলিকে ভালো মতো জানেন তিনি।
আরবাজ খানের টকশো’তে উপস্থিত হয়েছিলেন শাবানা সেখানেই মিঠুন চক্রবর্তীকে নিয়ে প্রসঙ্গ উঠলে তিনি জানান, ‘একসময় মিঠুন নিজের গায়ের রং এবং দাঁতের আকার নিয়ে হীনমন্যতায় ভুগতেন। তখন আমার মা তাকে জড়িয়ে ধরে শান্ত করতেন, ভরসা দিতেন।’
তিনিও তাকে ভরসা দিতেন এবং সাহস জোগাতেন এই হীনমন্যতা থেকে বের হয়ে আসার জন্য। শাবানা আজমির মা শওকত কাফি একজন জনপ্রিয় থিয়েটার শিল্পী এবং অভিনেত্রী। অন্যদিকে মিঠুন এবং শাবানা একই প্রতিষ্ঠান থেকে অভিনয়ের শিক্ষা নিয়েছেন।
তাইতো শাবানার সাথে মিঠুনের খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল এবং মাঝেমধ্যে তিনি শাবানার বাড়িতে যেতেন। সেখানে গিয়ে যখন নিজের হীনমন্যতার কথা প্রকাশ করতেন। তখন শাবানার মা তাকে বলতেন এসব নিয়ে না ভাবতে। বরং নাচের দিকে নজর দিতে।
অন্যদিকে শুধু শাবানাই নন এই বিষয়ে কথা বলেছিলেন খোদ মিঠুন চক্রবর্তী। জানিয়েছিলেন তিনি তার গায়ের রং এবং দাঁত নিয়ে চিন্তায় থাকতেন। তাই কখনো তিনি নায়ক হওয়ার কথা ভাবেননি বরং খলনায়কের চরিত্রের জন্য নিজেকে প্রশিক্ষণ দিতেন। পাশাপাশি চেষ্টা করতেন ইউনিকভাবে নাচতেও।