মধ্যবিত্তের বাজেটে প্রিমিয়াম চমক: ভারতে লঞ্চ হল Harley-Davidson X440 T

ভারতের বাইক বাজারে বড়সড় চমক এনে দিল Hero MotoCorp ও Harley-Davidson। দুই সংস্থার যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল Harley-Davidson X440 T, যা বর্তমানে X440 সিরিজের টপ-এন্ড ভেরিয়েন্ট। দীর্ঘদিন ধরেই এই বাইক নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটাল সংস্থা। X440 T-এর পাশাপাশি Harley-Davidson তাদের CVO 2025 লাইনআপে Street Glide ও Road Glide মডেলও সামনে এনেছে।

আরও স্টাইলিশ, আরও অ্যাডভান্সড
২০২৩ সালের জুলাই মাসে লঞ্চ হওয়া X440 ছিল Harley-Davidson-এর সেই সময়ের সবচেয়ে সাশ্রয়ী বাইক। ২০২৫-এর আপডেটে X440 T-তে যুক্ত হয়েছে একাধিক আধুনিক প্রযুক্তি। সবচেয়ে বড় আপগ্রেড হল রাইড-বাই-ওয়্যার (Ride-by-Wire) প্রযুক্তি, যেখানে থ্রটল সিস্টেম পুরোপুরি ইলেকট্রনিক। এর ফলে থ্রটল রেসপন্স আরও মসৃণ ও নির্ভুল হয়েছে।

নিরাপত্তার দিকেও বিশেষ জোর দিয়েছে সংস্থা। এই ভেরিয়েন্টে রয়েছে—

ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম
রিয়ার হুইল ABS
উন্নত ইলেকট্রনিক থ্রটল বডি

এই সব মিলিয়ে শহর ও হাইওয়ে—দু’জায়গাতেই রাইডিং অভিজ্ঞতা হয়েছে আরও নিরাপদ ও আত্মবিশ্বাসী।

দুটি রাইড মোডে বাড়তি সুবিধা
X440 T-তে দেওয়া হয়েছে দুটি আলাদা রাইড মোড—
রোড মোড: দৈনন্দিন রাস্তায় সেরা পারফরম্যান্সের জন্য
রেইন মোড: ভেজা বা পিচ্ছিল রাস্তায় অতিরিক্ত নিরাপত্তার জন্য

এছাড়াও রয়েছে নজরকাড়া প্যানিক ব্রেকিং অ্যালার্ট সিস্টেম। হঠাৎ জোরে ব্রেক করলে বাইকের সমস্ত ইন্ডিকেটর দ্রুত ব্লিঙ্ক করতে থাকে, যাতে পিছনের যানবাহন আগেভাগেই সতর্ক হতে পারে।

ডিজাইনেও বড় পরিবর্তন
শুধু প্রযুক্তি নয়, ডিজাইনেও বড়সড় আপডেট এনেছে Harley-Davidson। নতুন করে ডিজাইন করা হয়েছে পিছনের সাব-ফ্রেম ও টেল সেকশন। পাশাপাশি উন্নত গ্রাব রেল প্রযুক্তি থাকায় পিছনের সিটে বসা আরোহীর আরামও বেড়েছে। সামগ্রিকভাবে বাইকটির লুক হয়েছে আরও মাসল ও প্রিমিয়াম।

দাম ও বুকিং
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, এই সব আপগ্রেড সত্ত্বেও X440 সিরিজের দাম রাখা হয়েছে মধ্যবিত্তের নাগালের মধ্যে।

X440 Vivid: ₹2,34,500 (এক্স-শোরুম)
X440 S: ₹2,54,900 (এক্স-শোরুম)
X440 T (Top Variant): ₹2,79,500 (এক্স-শোরুম)

৭ ডিসেম্বর থেকেই শুরু হয়েছে বুকিং। Harley-Davidson ও Hero Premia ডিলারশিপের পাশাপাশি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটেও বাইকটি বুক করা যাচ্ছে।

আরও পড়ুন,
২০২৫ সালে ভারতের সেরা ইভি স্কুটার কোনটি? Honda, Ola না TVS—জানুন বিস্তারিত

সব মিলিয়ে, আধুনিক ফিচার, আপডেটেড ডিজাইন ও তুলনামূলক সাশ্রয়ী দামের কারণে Harley-Davidson X440 T 440cc সেগমেন্টে মধ্যবিত্ত বাইকপ্রেমীদের জন্য এক বড় আকর্ষণ হয়ে উঠতে চলেছে।

আরও পড়ুন,
Honda Shine 125: দারুণ মাইলেজ, স্মুথ ইঞ্জিন ও আরামে ভরপুর সেরা কমিউটার বাইক

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক