how is the life of Sourav's daughter Sana in London? Dona said

সৌরভ কন্যা সানাকে চেনে না এমন মানুষ বিরল। বাবা জনপ্রিয় প্রাক্তন ক্রিকেট তারকা ও মা নৃত্যশিল্পী। তাই মেয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন। কিন্তু সানা লাইমলাইটে থাকেন না। নিজের মতন করে জীবন কাটান। এর পাশাপাশি তাকে যাতে মানুষ নিজের পরিচয়ে চেনেন সেই চেষ্টা করে গিয়েছেন তিনি। সানা কলকাতার বাঙালি পরিবারের সন্তান। তার ছোটোবেলা কেটেছে বীরেন রায় রোডের বিশাল লাল বাড়িতে।

সে উচ্চমাধ্যমিক পাশ করে কলকাতার লোরেটো হাউস স্কুল থেকে। তার প্রাপ্ত নম্বর ছিল ৯৮ শতাংশ। এরপর বিশ্বের নামী বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডে পড়াশোন করার জন্য কোনো অসুবিধা হয়নি। এরপর সানা বিশ্বের অন্যতম সেরা মাল্টিন্যাশন্যাল কোম্পানি পিডব্লুসি (PWC) লন্ডন থেকে ইন্টার্নশিপ করেন। বর্তমানে তিনি কনসাল্টিং ফার্ম ডেলোয়েটে কাজ করছেন।

সম্প্রতি সানার মা ডোনা গাঙ্গুলি জানালেন মেয়ের রোজনামচার রুটিন। যা শোনার পর অনেকেই অবাক। এত সাধারণ জীবনযাপন যা অনুপ্রাণিত করবে সকলকে। ডোনা জানান, “সানা লন্ডনের অ্যাপার্টমেন্টেই থাকে। সেখান থেকে ওর অফিসের দূরত্ব ঘণ্টাখানেকের। তবে টিউব নয়, লোকাল ট্রেনে যাতায়াত করে সানা।”

তিনি আরও বলেন, “ওর বাবা চেয়েছিল সানা গাড়িতে যাতায়াত করুক। তবে আমি তা চাইনি। আমি চেয়েছিলাম, মেয়ে সাধারণ মানুষের মতোই জীবন কাটাক। সানা আর পাঁচটা মেয়ের মতোই অফিস করে। বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে মিলে রান্নাও করে। ওর বন্ধুরা বেশিরভাগই নিরামিষাশী। তাই ও মাছ মাংস খেতে চায় না।

এরপর তিনি বলেন, “আমাদের বাড়িতে একটা বিশেষ মেনু হয়। ঘি-ভাত। ঘি, সবজি সব দিয়ে পোলাও-এর মতো রান্না। সানা ওটা খেতে খুবই ভালোবাসে। ও বাড়ি ফিরলে ওটা হয়।” সম্প্রতি পয়লা বৈশাখে কলকাতায় ফিরেছেন সানা। বাবা মায়ের সঙ্গে নতুন বছরের শুরুর দিনগুলি কাটাতে এসেছেন তিনি। মেয়েকে অনেকদিন পর কাছে খুশি বাবা মাও।

আরও পড়ুন,
*AC-র রং সর্বদা সাদা হয় কেন? জানুন করণ
*অবতার বিরিয়ানি! এর রং দেখে অবাক বিরিয়ানিপ্রেমীরা, হু হু করে ভাইরাল ভিডিও