AC-র রং সর্বদা সাদা হয় কেন? জানুন করণ

গরমের দাবদাহ থেকে বাঁচতে অনেকেই এয়ার কন্ডিশনাররের আশ্রয় নিচ্ছেন। সাময়িক শান্তি দিতে এসি(AC)-র জুড়ি মেলা ভার। তাই এই গরমে এসির হাওয়া দিতে পারে একটু আরাম ও স্বস্তি। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন এসির রং সবসময় সাদা কেনো হয়। অন্য কোনো রং বিশেষ দেখা যায় না। বেশিরভাগ এসির রং হয় সাদা। এসির আউটডোর ইউনিটও সবসময় সাদা হয়।

এর করাণ অনেকেই জানেন না। এসির কাজ হল ঠান্বাতাস সরবরাহ করা এবং ঘরের তাপমাত্রা হ্রাস করা। এসি নিজে ঘরের গরম বাতাস টেনে নেয় ও ঠান্ডা বাতাস ছাড়ে। এরফলে ধীরে ধীরে ঘরটির তাপমাত্রা কমতে থাকে এবং এই গরমের প্রবল দাবদাহ থেকে স্বস্তি পাওয়া যায়।

এসির সাদা রং সমস্ত তাপ শুষে নেয়। এরফলে এসির কম্প্রেসার গরম হয় না। এর পাশাপাশি এসির আউটডোর ইউনিট বাইরে লাগানো থাকে। এটি যেমন রোদে পোড়ে তেমনি বৃষ্টির সময় জলে ভেজে। তাই এটির রং সাদা করা হয়।

তাই এই গরম থেকে বাঁচতে সবথেকে ভালো অপশন হলো এসি(AC)। কিন্তু যে কোম্পানির এসি কেনা হয়েছে তা নিয়মিত সেই কোম্পানিকে ডেকে সার্ভিসিং করাতে ভুলবেন না৷ এর ফলে এসি চলবে ফুরফুরে মেজাজে।

আরও পড়ুন,
*অবতার বিরিয়ানি! এর রং দেখে অবাক বিরিয়ানিপ্রেমীরা, হু হু করে ভাইরাল ভিডিও
*Nora Fatehi: নিউইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে এই ভাবে পোজ নোরার, প্রশংসার বন্যা সোশ্যাল মিডিয়ায়

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক