EPIC নম্বর বদলে গেলেও ভয় নেই—ভোটার সার্ভিস পোর্টালে লগইন করে অনলাইনে বা অফলাইনে এনুমারেশন ফর্ম জমা দিন। প্রয়োজনীয় ডকুমেন্ট, ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করুন; ২০০২ তালিকা থাকলে তার স্ক্যান কপি জমা জরুরি।
রাজ্যে SIR (স্কিমেটিক ইনুমারেশন রোল) কার্যক্রম শুরু হতে চলেছে—প্রশিক্ষণ ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর, এবং ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম গ্রহণের কাজ চলবে। যদি আপনার EPIC (ভোটার আইডি) নম্বর বদলে যায়, তবুও অনায়াসে অনলাইন বা অফলাইনে নিবন্ধন করে নিতে পারবেন। নিচে ধাপে ধাপে প্রতিটি কার্যক্রম দেওয়া হলো—
ধাপ ১ —ভোটার সার্ভিস পোর্টালে যান
ওয়েব ব্রাউজারে “ভোটার সার্ভিস পোর্টাল” লিখে ইলেকশন কমিশনের অফিসিয়াল সাইটে প্রবেশ করুন। সেখান থেকে ইনুমারেশন/এনুমারেশন ফর্ম সিলেক্ট করুন — অনলাইন না হলে অফলাইন অপশনও রয়েছে।
ধাপ ২ —সাইন আপ / লগইন
মোবাইল নম্বর ব্যবহার করে লগইন করুন। আগে থেকে আইডি না থাকলে সাইন-আপ করে নিন। সাইন-আপের পরে আপনার EPIC নম্বর বা ভোটার কার্ড নম্বর দিলে সাইটটি আপনার প্রাথমিক তথ্য আনবে।
ধাপ ৩ —তথ্য ও ছবি আপলোড
পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে আপলোড করুন। জন্মতারিখ, আধার নম্বর (ঐচ্ছিক), বাবা/মায়ের নাম ও ভোটার কার্ড নম্বর আপডেট করুন। কিছু ক্ষেত্রেই পুরনো EPIC নম্বর বা ২০০২ সালের ভোটার তালিকার তথ্য দিয়ে সনদ জমা দিতে বলা হবে।
ধাপ ৪ — ডকুমেন্ট আপলোড
সাদা কাগজে সই করে সেটি স্ক্যান করে আপলোড করুন। ২০০২ সালের ভোটার তালিকার কপি থাকলে নাম মার্ক করে তার স্ক্যান কপি জমা করতে হবে। ২০০২-এর আগে বা পরে জন্ম সনদের জন্য আলাদা প্রয়োজনীয় কাগজপত্র (জন্ম শংসাপত্র, পাসপোর্ট, মাধ্যমিক সার্টিফিকেট ইত্যাদি) দিতে হতে পারে।
ধাপ ৫ — বিশেষ নির্দেশনা (বয়সভিত্তিক কাগজপত্র)
১৯৮৭-এর আগে জন্ম হলে সরকারি পরিচয়পত্র/জন্ম শংসাপত্র ইত্যাদি জমা।
১৯৮৭–২০০৪ মধ্যে জন্ম হলে নিজের কাগজপত্রের সঙ্গে বাবা/মায়ের যেকোনো কাগজ বা ভোটার তালিকার ছবি দিতে হবে।
২০০৪ বা পরবর্তী জন্ম হলে বাবা ও মায়ের মধ্যে কমপক্ষে একজনের কাগজপত্র প্রয়োজন।
ধাপ ৬ — সবশেষে সাবমিট
সব তথ্য ও ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করে সাবমিট বাটনে ট্যাপ করুন। অনলাইনে না করলে স্থানীয় এনুমারেশন অফিসে অফলাইন ফরম জমা দিতে পারবেন—সেখানে কর্তৃপক্ষ আপনার জন্য ফরম জেনারেট করবে ও পরবর্তী নির্দেশ দেবে।
খবর
SIR: ২০০২ সালের ভোটার তালিকায় বাবা-মায়ের নাম নেই? কী করবেন
এভাবে EPIC নম্বর বদলে যাওয়া সত্ত্বেও আপনি সহজেই SIR/এনুমারেশন ফর্ম পূরণ করে ভোটার তালিকায় নাম টিকিয়ে রাখতে পারবেন। প্রয়োজনে ডকুমেন্ট আগে থেকে স্ক্যান করে রাখুন এবং হালনাগাদ তথ্য সঠিকভাবে প্রবেশ করান—ফেজগুলোর নির্ধারিত সময়গুলো (এনুমারেশন, খসড়া তালিকা প্রকাশ, অভিযোগ গ্রহণ, বাড়ি বাড়ি যাচাই) মেনে ব্যবস্থা নিন।
খবর
SIR অসমে কেন হবে না? কারন জানালেন প্রধান নির্বাচন কমিশনার
#SIR #EPIC #VoterRegistration #Enumeration #ElectionCommission #BanglaNews
