বিয়েতে উপহারে বিরাট করছাড়! জানুন পুরো নিয়মকানুন

বিয়ে শুধু দু’টি মানুষের নয়, দুই পরিবারের মিলন—এ কথা সবাই জানে। কিন্তু বিয়ের সঙ্গে জড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধার কথা অনেকেই বলতে চান না। আর তা হল আয়কর আইনে বিয়ের উপহারে বিরাট করছাড়। সাধারণত ৫০ হাজার টাকার বেশি মূল্যের উপহার পেলে কর দিতে হয়। কিন্তু একই উপহার যদি বিয়ের উপলক্ষ্যে পাওয়া যায়, তাহলে পুরো অর্থই করমুক্ত হয়ে যায়।

উপহারের উপর কর ছাড় কি নিশ্চিত?

আয়কর আইনে স্পষ্টভাবে বলা আছে—বিবাহ উপলক্ষ্যে পাওয়া সব উপহার করমুক্ত। অর্থাৎ নগদ অর্থ, গয়না, সম্পত্তি কিংবা মূল্যবান সামগ্রী—সবই করের আওতার বাইরে। উপহারটি কে দিচ্ছেন, তাও গুরুত্বপূর্ণ নয়। আত্মীয়, বন্ধু, অফিস সহকর্মী—যেই দিন, সুবিধা একই।

বিয়ের উপহার পাওয়ার সময়সীমা কত?

অনেকের ধারণা, বিয়ের দিনেই উপহার পেতে হবে। কিন্তু আইনে এমন কোনও বাধ্যবাধকতা নেই। আদালতের একাধিক রায়ে দেখা গেছে—

বিয়ের ১০–১৫ দিন পর পাওয়া উপহারও করমুক্ত।

এমনকি ডঃ নীলমবাই রামস্বামীর মামলায় বিয়ের ১১ মাস পর পাওয়া উপহারেও কর ছাড় মিলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, উপহারের উদ্দেশ্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ—তা যেন বিয়েকে কেন্দ্র করেই দেওয়া হয়।

আয়কর আইনে ‘আত্মীয়’ বলতে কারা?

সাধারণত মা-বাবা, ভাই-বোন, শ্বশুর-শাশুড়ির মতো আত্মীয়দের কাছ থেকে পাওয়া উপহার করমুক্ত। তবে ২০২৫ সালের মার্চের এক গুরুত্বপূর্ণ রায়ে সৎ-ভাই বা সৎ-বোনকেও ‘আত্মীয়’-এর আওতায় ধরা হয়েছে। ফলে পারিবারিক সম্পর্কের পরিসর আরও বিস্তৃত হয়েছে।

কেন নথিপত্র রাখা জরুরি?

কর ছাড় পেতে গেলে আপনাকে প্রমাণ করতে হবে যে উপহারটি সত্যিই বিয়ের উপলক্ষ্যে পাওয়া। কর বিভাগ চাইলে যাচাই করতে পারে। তাই কিছু নথি অবশ্যই সংরক্ষণ করতে হবে—

বিয়ের নিমন্ত্রণপত্র

* কে কোন উপহার দিল তার তালিকা
* ব্যাঙ্ক লেনদেনের কাগজপত্র
* বিয়ের ছবি বা ভিডিও
* উপহারের ইনভয়েস

অনেক ক্ষেত্রে কর দফতর উপহারদাতার আর্থিক সামর্থ্যও খতিয়ে দেখে। অর্থাৎ তাঁর পক্ষে বড় আকারের উপহার দেওয়া বাস্তবসম্মত কি না।

ক্যাপিটাল গেইন কর—ভবিষ্যতের হিসেব

বিয়েতে পাওয়া উপহার পাওয়ার সময় করমুক্ত হলেও ভবিষ্যতে তা বিক্রি করলে ক্যাপিটাল গেইনস ট্যাক্স প্রযোজ্য হবে।
ধরুন, আপনি বিয়েতে উপহার পাওয়া সোনার গয়না বিক্রি করলেন। এ ক্ষেত্রে কর হিসাব হবে—

গয়না দাতার কেনা দামের ভিত্তিতে
ইনভয়েস থাকলে প্রমাণ সহজ হবে

এই কারণেই উপহারের বিল বা ইনভয়েস সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন
২৮ বছরে একদিনও ছুটি নয়, অনন্য শিক্ষিকা সুপর্ণা, অবসর পরেও বিনা বেতনে পড়াচ্ছেন

শেষ কথা:
বিয়ে কেবল সামাজিক বা আবেগিক বন্ধন নয়, তা করছাড়ের দিক থেকেও বড় সুবিধা এনে দিতে পারে। তবে এর জন্য প্রয়োজন সঠিক নথি রাখা এবং আইনের নিয়ম জানা। সচেতন থাকলে বড় অঙ্কের কর বাঁচানো সম্ভব।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক