‘গোবিন্দর পরকীয়ার কথা আমিও শুনেছি’, স্বীকার করলেন সুনীতা! কী পদক্ষেপ নেবেন

সুনীতা আহুজা জানালেন, আলাদা থাকছেন গোবিন্দের থেকে। উঠল পরকীয়ার অভিযোগও। তবে প্রমাণ না পাওয়া পর্যন্ত কিছু মানতে নারাজ তিনি।

বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য নিয়ে ফের শুরু হয়েছে নতুন জল্পনা। কখনও স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা, তো কখনও আবার সুখের সংসারের ছবি—সময় সময়ে একেবারে বিপরীত মন্তব্যে সংবাদমাধ্যমের সামনে ধরা দিয়েছেন সুনীতা। তবে এবার নিজ মুখে গোবিন্দের ‘পরকীয়া’ নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সুনীতা জানান, তিনি আর গোবিন্দ এখন আর একই ছাদের নিচে থাকেন না। ছেলে-মেয়েকে নিয়ে তিনি থাকেন এক ৪ কামরার অ্যাপার্টমেন্টে, আর রাস্তার উল্টোদিকে অন্য বাংলোয় থাকেন গোবিন্দ। তাঁর দাবি, রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অভিনেতার বাংলোয় বিভিন্ন সময় বহু মানুষের আনাগোনা থাকে। সেই পরিবেশে বড় মেয়ে ও নিজের থাকা কঠিন বলেই তিনি আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে আলাদা থাকলেও গোবিন্দ কাজ শেষে তাঁর বাড়িতেই ফেরেন বলেও দাবি করেন সুনীতা। এর মধ্যেই উঠে আসে নতুন দাবি—৪ কামরার ছোট অ্যাপার্টমেন্টে বাচ্চাদের নিয়ে থাকা কঠিন, তাই তিনি স্বামীর কাছে ৫ কামরার নতুন ফ্ল্যাট চেয়েছেন।

এদিকে, গোবিন্দর পরকীয়ার গুঞ্জন নিয়েও মুখ খোলেন সুনীতা। শোনা যাচ্ছে, ২৫ বছরের ছোট এক মরাঠি অভিনেত্রীর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। এ প্রসঙ্গে সুনীতা বলেন, “আমার কানে এসেছে ঠিকই। কিন্তু আমি গোবিন্দকে হাতেনাতে ধরতে পারিনি। প্রমাণ না পাওয়া পর্যন্ত এসব বিশ্বাস করি না।”

তিনি জানান, যেদিন তিনি প্রমাণ পাবেন, সেদিনই সবকিছু প্রকাশ্যে আনবেন। একই সঙ্গে বলেন যে তিনি কখনও মিথ্যে কথা বলেন না এবং ঈশ্বর তাঁর সিঁথির সিঁদুর অক্ষয় রাখবেন—এ কথাও বারবার বলেছেন তিনি।

এই পাল্টাপাল্টি মন্তব্যে গোবিন্দ–সুনীতা দাম্পত্যে ঠিক কী চলছে, তা নিয়েই আবারও সরগরম বলিউড মহল।

FAQ

১. সুনীতা আহুজা কি এখন গোবিন্দের সঙ্গে থাকেন?
না, তিনি ছেলে-মেয়েকে নিয়ে আলাদা অ্যাপার্টমেন্টে থাকেন।

২. গোবিন্দ কোথায় থাকেন?
তিনি রাস্তার উল্টোদিকে অন্য একটি বাংলোয় থাকেন।

৩. কেন আলাদা থাকার সিদ্ধান্ত নিলেন সুনীতা?
গোবিন্দের রাজনৈতিক ব্যস্ততা ও বাড়িতে লোকের আনাগোনার কারণে থাকার অসুবিধা হয় বলে দাবি করেছেন তিনি।

৪. গোবিন্দ কি এখনো সুনীতার বাড়িতে যাতায়াত করেন?
হ্যাঁ, কাজ শেষে তিনি সুনীতার বাড়িতেই ফিরে আসেন বলে দাবি সুনীতার।

৫. সুনীতা কেন ৫ কামরার ফ্ল্যাট চান?
বর্তমান ৪ কামরার ছোট অ্যাপার্টমেন্টে ছেলে–মেয়েদের নিয়ে থাকা কঠিন।

৬. গোবিন্দর পরকীয়া নিয়ে কী বলেছেন সুনীতা?
তিনি জানিয়েছেন, গুঞ্জন শুনেছেন, তবে প্রমাণ না পাওয়া পর্যন্ত কিছু বিশ্বাস করবেন না।

৭. কথিত পরকীয়ার মহিলাটি কে?
শোনা যাচ্ছে, ২৫ বছরের ছোট এক মরাঠি অভিনেত্রী।

৮. সুনীতা কি কখনও এই অভিযোগে গোবিন্দকে মুখোমুখি প্রশ্ন করেছেন?
তিনি বলেছেন, প্রমাণ পেলে সব প্রকাশ করবেন।

৯. আগে কি সুনীতা সম্পর্ক ভাঙা বা অভিযোগ নিয়ে মন্তব্য করেছিলেন?
হ্যাঁ, মাঝে মাঝে আদালতে মামলা থেকে শুরু করে সুখী দাম্পত্যের প্রমাণ দেওয়া—দুই রকম মন্তব্যই করেছেন তিনি।

১০. সুনীতার বর্তমান অবস্থান কী?
তিনি চান সংসার স্থিতিশীল থাকুক এবং প্রমাণ ছাড়া কোনও রটনায় বিশ্বাস করেন না।

#Bollywood
#Govinda
#CelebrityNews

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক