‘ভালোবাসি তোমায়’, জন্মদিনে প্রেমিক ‘রিভুবাবু’র থেকে কি উপহার পেলেন দিতিপ্রিয়া? রইলো ছবি

মনের মানুষের দেওয়া উপহার দিয়েই জন্মদিনের সকালটা শুরু করলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়! যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। এছাড়াও বন্ধুবান্ধবদের সাথে কতটা আনন্দের সাথে এই বিশেষ দিনটি উদযাপন করেছেন তা তুলে ধরেছেন একগুচ্ছ ছবির মাধ্যমে।

সম্প্রতি ২২ বছর পূর্ণ করলেন অভিনেত্রী। তার জন্মদিন যে বেশ আনন্দের সাথে পালিত হবে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। মধ্যরাত থেকে শুরু হয়ে গিয়েছিল উদযাপন। তার বন্ধু-বান্ধবীরা এসে এই বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলেছিল।

সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায় জন্মদিন উদযাপন থেকে শুরু করে কতগুলো উপহার পেয়েছেন তিনি। এছাড়াও দুপুরের ভুরিভোজে কী কী ছিল সেটাও শেয়ার করতে ভোলেননি। প্রথম স্টোরিতে তার মনের মানুষ ঋভুর দেওয়া উপহারের ছবি দিয়েছেন।

লিখেছেন, ‘ধন্যবাদ সোনা আমার এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তোলার জন্য। অনেক অনেক ধন্যবাদ। তবে আমি এখনো ওই সুগন্ধটা মিস করছি (তুমি জানো আমি কোন বিষয়ে কথা বলছি)। ইশ্! তুমি যদি এই বিশেষ মুহূর্তটা ভাগ করে নিতে আমার সাথে থাকতে। ভালোবাসি তোমায়।’

ছবিতে দেখা যাচ্ছে সদ্য স্নান সেরে উঠে হাতে একগুচ্ছ গোলাপ হাত দাঁড়িয়ে রয়েছেন তিনি। এছাড়াও আরেকটি ভিডিওতে দেখা যায় তার বন্ধু-বান্ধবীরা মিলে কেকের মধ্যে তার মুখ ডুবিয়ে দেন। এক মুখ কেক নিয়ে হাসিমুখে দাঁড়িয়েও পোজ দিতে দেখা গিয়েছে তাকে। যদিও এসবের মধ্যে তিনি তার মনের মানুষটিকে ভীষণভাবে মিস করেছেন।

আরও পড়ুন,
*১১ বছর আগে মাকে হারিয়েছেন, মায়ের জন্মদিনে আবেগঘন রুপঙ্কর