একসময় ছিপছিপে চেহারার সুন্দরী ছিলেন, কাজের চাপে ১২ মাসে ওজন বাড়ল ২০ কেজি!

একসময় ছিল ছিপছিপে চেহারা। সকলের চোখে আকর্ষণীয় ছিলেন তিনি৷ অফিসে সকলের চোখ একবার তার দিকে গিয়ে পড়ত। যেকোনো পোশাকে সুন্দরী লাগত তাকে। ডাকসাইটে সুন্দরী ছিলেন তিনি। কিন্তু মাত্র এক বছরের মধ্যে সেই চিত্রের বদল ঘটল। ছিপছিপে সুন্দর চেহারা থেকে তিনি হয়ে উঠলেন মেদবহুল এক শরীরে। সুন্দরী তন্বী থেকে হয়ে উঠলেন মোটাসোটা ভারী চেহারার মানুষ।

জানা যাচ্ছে, শুধুমাত্র কাজের চাপে তার চেহারার এই আমূল পরিবর্তন ঘটেছে। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ চিনের গুয়াংডং প্রদেশের ওইয়াং ওয়েনজিংকে। জানা যাচ্ছে, ওই বছর ২৪-এর তরুণী ছিপছিপে গড়নের সুন্দর চেহারার অধিকারী ছিলেন। তার ওজন ছিল ৬০ কেজি। কিন্তু মাত্র এক বছরের মধ্যে তার চেহারার পরিবর্তন ঘটে। কর্মক্ষেত্রের পরিবর্তনের ফলে তার দৈহিক আকৃতির পরিবর্তন ঘটে।

ধীরে ধীরে একটু একটু করে ফুলতে শুরু করেন তিনি। আর এরপর থেকে সমাজে তাকে নিয়ে হাসাহাসি শুরু হয়। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সহ সকলে তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। অনেকেই তাকে যেমন কম খাওয়ার পরামর্শ দেন আবার কেউ কেউ শরীরচর্চা করতে বলেন।

কিন্তু ওই তরুণী প্রথমে কিছু বুঝতে পারেননি। তার ওজন কীভাবে এত বেড়ে যাচ্ছে সে বিষয়টি তার কাছে অজ্ঞাত ছিল। বছর শেষে তার ওজন আরও ২০ কেজি বেড়ে হয় ৮০ কেজি। এরপর চিকিৎসকদের পরামর্শ নেন ওই তরুণী। তারপর তিনি বুঝতে পারেন কর্মক্ষেত্রে তার অতিরিক্ত চাপের কারণে মেদ জমেছে শরীরে। কর্মক্ষেত্রে বেশি সময় থাকা, কাজ সংক্রান্ত মানসিক চাপের জন্য তার শরীর ফুলে উঠেছে।

আর এরপর থেকে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন কর্মক্ষেত্রে তার কোনো কাজ ছিল না। সবরকম কাজ তাকে করতে হতো। দিন রাত তিনি পরিশ্রম করতেন। তার কাজের কোনো ঠিক ছিল না। কাজ শেষ কখন হবে তাও তিনি জানতেন না। এভাবেই তিনি মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। অবশেষে গত জুন মাসে তিনি সেই চাকরি ছেড়ে দিয়েছেন বলে জানান।

আরও পড়ুন,
*পৃথিবীর সবথেকে কম উচ্চতার মহিলা, জ্যোতিকে চেনেন