Ladli Behna yojana: দিওয়ালির আগেই বিরাট সুখবর! ১৫০০ টাকা নয় ৩০০০ টাকা ঢুকবে অ্যাকাউন্টে

Ladli Behna yojana: নারীদের আর্থিক ও সামাজিক সমৃদ্ধির জন্য অনেক প্রকল্প আরম্ভ করা হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে। এই যে যেমন পশ্চিমবঙ্গে আছে লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য প্রতি মাসে এক হাজার টাকা চলে যাচ্ছে কয়েক কোটি মহিলাদের একাউন্টে। তবে এবার আরো সুসংবাদ রয়েছে। দীপাবলীর আগেই নারীদের একাউন্টে ঢুকতে চলেছে তিন হাজার টাকা করে!

দুর্গাপূজা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। সম্মুখেই কালী পূজা ও আলোর উৎসব দীপাবলি। সবাই এই সময়ে আনন্দে মেতে ওঠেন। তবে এর মধ্যে এই নারীদের জন্য যথাযথ দিওয়ালি অধিবৃত্তি জারি করল সরকার। লাডলি বেহনা প্রকল্পে ১৫০০ টাকা নয় এবার ৩০০০ টাকা দেওয়া হবে জারি করল সরকার। তবে এই যোজনা পশ্চিমবঙ্গের জন্য নয়। মহারাষ্ট্রের নারীদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে।

আসলে এই কালীপূজা উপলক্ষে মহারাষ্ট্রের সরকারের তরফ থেকে অধিবৃত্তির প্রোগ্রাম ২০২৪ এর আয়োজন করা হয়েছে। যার জন্য যে সমস্ত নারীরা লাডলি বেহানা প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করেছে তাদের চতুর্থ ও পঞ্চম কিস্তিতে ডাবল টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এক মাসে দুটো টাকা দেওয়া হবে যার জন্য ১৫০০ এর পরিবর্তে ৩০০০ পাবেন নারীরা। স্বাভাবিকভাবেই এই সংবাদ শোনার পর রাজ্যের নারীদের মুখে হাসি ফুটেছে।

পশ্চিমবঙ্গেও লক্ষী ভান্ডার যোজনার জন্য প্রত্যেক মাসের প্রথমেই ১০০০ টাকা থেকে ১২০০ টাকা একাউন্টে ঢোকানো হয়। শেষ সংবাদ পাওয়া অনুসারে, প্রায় ২.৫ কটি নারীরা এই যোজনার সুযোগ পান। তবে পরবর্তীকালে উপভোক্তার সংখ্যা আরো বেড়ে যেতে পারে বলে মনে করা হয়। পরবর্তী দিনে ‘দুয়ারে সরকার’ এর শিবিরের মাধ্যমে নতুন করে নাম অন্তর্ভুক্ত করা হবে।