দৈনন্দিন ডায়েটে থাকা কিছু সহজলভ্য সব্জিই ক্যানসার প্রতিরোধে কার্যকর। চিকিৎসকেরা বলছেন, গাজর, রসুন ও ব্রকোলি রাখতে পারেন নিয়মিত খাদ্যতালিকায়।
সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে পরিবেশ দূষণ, বদলাচ্ছে খাদ্যাভ্যাসও। আধুনিক জীবনের নানা অস্বাস্থ্যকর অভ্যাসের ফলে ক্যানসারের ঝুঁকি ক্রমশ বেড়ে চলেছে। চিকিৎসকেরা বলছেন, সময় থাকতেই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে ক্যানসার প্রতিরোধ করা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, বাজারে সহজলভ্য কয়েকটি সব্জির মধ্যেই রয়েছে ক্যানসার প্রতিরোধী উপাদান। বিশেষ করে তিনটি সব্জি—গাজর, রসুন ও ব্রকোলি—নিয়মিত খেলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমে।
গাজর: গাজরের মধ্যে থাকা বিটা ক্যারোটিন শরীরে ‘অক্সিডেটিভ স্ট্রেস’ কমায় এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি, এতে থাকা ফাইবার হজমশক্তি উন্নত করে ও পাকস্থলী ও মলাশয়ের ক্যানসারের ঝুঁকি কমায়।
রসুন: রসুনে থাকা অ্যালিসিন যৌগ ক্যানসার কোষ ধ্বংসে ভূমিকা রাখে এবং ডিএনএ-র গঠন সুরক্ষিত রাখে। তবে বেশি আঁচে রান্না করলে গুণ নষ্ট হয়। তাই কাঁচা বা হালকা থেঁতো করে খাওয়াই উপযুক্ত।
ব্রকোলি: এই সব্জিতে থাকে সালফোরাফেন নামক উপাদান, যা ক্যানসার কোষের বৃদ্ধি রোধ করতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে, ছোট আকারের ব্রকোলিতে এই উপাদানের পরিমাণ বেশি থাকে।
তাই নিয়মিত ডায়েটে এই তিনটি সব্জি রাখলে শরীর শুধু সুস্থই থাকবে না, ক্যানসারের মতো ভয়ঙ্কর রোগের ঝুঁকিও অনেকাংশে কমবে।
খাদ্য
যৌবন ঘোড়ার মত শক্তিশালী করে দেয় তরমুজ খোসা, জানুন, খাবেন কি ভাবে
#HealthTips #CancerPrevention #HealthyDiet #Vegetables #Wellness #Broccoli #Carrot #Garlic #CancerAwareness
