মায়ের জন্মতারিখ অনুযায়ী লটারি কেটে রাতারাতি ভাগ্যবদল তরুণের, কয়েকশো কোটি টাকার মালিক হলেন তিনি

হঠাৎ করেই যেনো পাল্টে গেলো সবকিছু। রাতারাতি ভাগ্যবদল ঘটল ২৯ বছর বয়সী এক ভারতীয় তরুণের। তিনি একদিনেই হয়ে উঠেছেন মিলিয়নিয়ার। শুনতে অবাস্তব মনে হলেও আসলেই এটি এক তরুণের জীবনে বাস্তবে পরিণত হয়েছে। ১৮ই অক্টোবর আমিরশাহিতে লটারি কেটে সর্বপ্রথম ১০০ মিলিয়ন দিরহাম জিতলেন ওই ভারতীয় তরুণ। জ্যাকপট জেতেন ওই তরুণ। যা ভারতীয় মুদ্রায় হিসেব করলে দাঁড়ায় ২৪০ কোটি টাকার কাছাকাছি। আর এই ঘটনা চারিদিকে হইচই ফেলে দিয়েছে।

ঘটনাটি তবে কী? জানা যাচ্ছে, ২৯ বছর বয়সী অনিল কুমার বোল্লার বিগত দেড় বছর ধরে আরব আমিরশাহিতে থাকেন। সেখানেই তিনি কেটে ফেলেন লটারির টিকিট। তবে লটারির টিকিট কাটার সময় বিশেষ কিছু না ভাবলেও তিনি তার মায়ের প্রতি ভালোবাসা থেকে মায়ের জন্মদিনের তারিখের নম্বরে টিকিট কাটেন। তার কথায়, “আমি কোনওরকম জাদু করিনি। আমি সহজ একটা নম্বর বাছাই করেছিলাম যেটা আমার খুব কাছের নম্বর। সেইটা আমার মায়ের জন্মতারিখ।”

আর এরপর যে তার জীবনের এই আমূল পরিবর্তন ঘটবে তা তিনি কল্পনাই করতে পারেননি। প্রথমে তিনি বিশ্বাস করতে পারছিলেন না তিনি এই বিপুল অংকের টাকার লটারি জিতেছেন। তিনি জানান, প্রথমে টাকার অংক শুনে তিনি হতভম্ব হয়ে যান। এই বিপুল অংকের টাকা তবে এখন তিনি কীভাবে খরচা করবেন? সেটিও জানিয়েছেন অনিল। অনিল জানান, কীভাবে এই টাকা তিনি কাজে লাগাবেন সেই ভাবনাচিন্তা করছেন তিনি।

তিনি জানান, এই টাকায় একটি সুপারকার কিনতে চান তিনি। এর পাশাপাশি গোটা পরিবারের সঙ্গে বাকি জীবনটা দুবাইতে থাকার ইচ্ছেও প্রকাশ করেছেন। একটি বিলাসবহুল রিসর্টে লটারির জয় উদযাপন করতে চান ওই তরুণ। তিনি জানান, “আমি আমার গোটা পরিবারকে আমিরশাহিতে নিয়ে এসে তাদের সঙ্গেই বাকি গোটা জীবনটা কাটাতে চাই। আমার বাবা, মায়ের খুব ছোট ছোট কিছু স্বপ্ন রয়েছে। সেই সব স্বপ্নকে সত্যি করতে চাই, ওদের খেয়াল রাখতে চাই।”

আরও পড়ুন
পিএম কিষান ২১তম কিস্তি: টাকা পেতে যোগ্যতা, আবেদন ও সর্বশেষ আপডেট

#jackpot #viralnews #lottery #Indianmanwinslottery

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক