রাশিয়া ও ইউক্রেনের মিলিত প্রয়াসে ভারতের হাতে এসে পৌঁছোলো শক্তিশালী নৌ জাহাজ আইএনএস তুশিল

দীর্ঘদিন ধরে যুদ্ধে লিপ্ত থাকা রাশিয়া ও ইউক্রেন এবার একটি অভিন্ন কারণে একসঙ্গে কাজ করেছে। আর সেই কারণটি ঘটিয়েছে ভারত। এবার ভারতের নৌবাহিনী আরও উন্নত হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার কারণ এবার ভারতের নৌবাহিনীতে যুক্ত হয়েছে এমন এক উন্নত ধরনের যুদ্ধ জাহাজ যা যেকোনো দেশের পক্ষের ভীতির সঞ্চার ঘটাতে বাধ্য করে।

সোমবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মস্কো সফরের সময় নয়া দিল্লির কাছে নতুন যুদ্ধ জাহাজ হস্তান্তর করা হয়। ২০১৬ সালে ভারতের তরফে রাশিয়াকে দু’টি নৌ জাহাজ তৈরির জন্য অর্ডার দেওয়া হয়। তার মধ্যে একটি হলো আইএনএস তুশিল। অবশেষে সেই নৌ জাহাজ যা ভারতের হাতে এসে পৌঁছেছে।

উন্নত মানের জাহাজ আইএনএস তুশিল একটি ক্রিভাক থ্রী শ্রেণির ফ্রিগেট যা উন্নত ক্ষেপণাস্ত্র দ্বারা সজ্জিত। বর্তমানে ভারতীয় নৌবাহিনীর হাতে এমন ছয়টি যুদ্ধ জাহাজ রয়েছে। সেই জাহাজগুলি রাশিয়ার তৈরি। রাশিয়ায় দু’টি যুদ্ধ জাহাজ তৈরি হওয়ার পাশাপাশি ভারতে আরও দু’টি যুদ্ধ জাহাজ তৈরির কথা রয়েছে। ভারতের গোয়ার শিপইয়ার্ডে সেগুলি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

যুদ্ধ জাহাজে ব্যবহৃত প্রাথমিক ইঞ্জিনগুলি ইউক্রেনে তৈরি। যদিও ভারতে ব্যবহৃত বেশিরভাগ জাহাজে গ্যাস টারবাইন ইঞ্জিন যেগুলি ব্যবহৃত হয় সেগুলি ইউক্রেনে তৈরি করা হয়। ইউক্রেনের জোরিয়া-মাশপ্রোয়েক্ট কোম্পানি দ্বারা সেগুলি তৈরি করা হয়। এই সংস্থা সামুদ্রিক গ্যাস টারবাইন উৎপাদনে ইতিমধ্যে বিশ্বের মধ্যে শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছে।

আইএনএস তুশিল হল ভারতীয় নৌবাহিনীর সর্বশেষ মাল্টি-রোল স্টিলথ গাইডেড মিসাইল যুদ্ধজাহাজ। এটি একটি রাশিয়ান ক্রিভাক থ্রী শ্রেণির ফ্রিগেট যা প্রোজেক্ট ১১৩৫৬-এর অধীনে নির্মিত। প্রোজেক্ট ১১৩৫৬ হল তালওয়ার ক্লাস ফ্রিগেটের কোড নাম। এটি এক শ্রেণির স্টিলথ, গাইডেড-মিসাইল ফ্রিগেট যেটি রাশিয়াতে ভারতীয় নৌবাহিনীর জন্য নির্মাণ করা হয়েছে। তাই এবার বলতেই হয়, ভারতের নৌবাহিনী যে বেশ কিছুটা শক্তিশালী হয়ে উঠল তা আগামী দিনের জন্য কার্যকরী হতে চলেছে।

error: Content is protected !!