ভুবনেশ্বরে কিশোরী ধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, তদন্তে মিলল বড় যৌনচক্রের হদিস, ধৃত চার

ভুবনেশ্বরের কিশোরী ধর্ষণকাণ্ডের তদন্তে নেমে পুলিশের হাতে এল চাঞ্চল্যকর তথ্য। এক কিশোরীকে ধর্ষণের অভিযোগের সূত্র ধরে রাজধানীর লক্ষ্মীনগর এলাকা থেকে ধরা পড়ল একটি নারীপাচার ও যৌনচক্রের হদিস। ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং তিনজন মহিলা উদ্ধার হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে এক কিশোরীকে ভুবনেশ্বরের একটি হাসপাতালের সামনে গুরুতর জখম ও অচৈতন্য অবস্থায় ফেলে রেখে পালায় অভিযুক্তরা। হাসপাতালের কর্মীরা মেয়েটিকে উদ্ধার করে ভর্তি করেন। চিকিৎসার পর মেডিক্যাল রিপোর্টে কিশোরীর উপর যৌন নির্যাতনের প্রমাণ মেলে। এরপরই পুলিশ পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ এক সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে। সেই সূত্রেই লক্ষ্মীনগরের একটি বাড়ির সন্ধান মেলে। শনিবার রাতে ভুবনেশ্বর পুলিশ ও লক্ষ্মীনগর থানার যৌথ অভিযানে ওই বাড়িতে হানা দিয়ে তিন মহিলাকে উদ্ধার করা হয় এবং চারজনকে গ্রেফতার করা হয়।

ধৃতদের নাম মঞ্জু শেঠি, মমতা সাহু, সঞ্জীবকুমার দাস এবং অবিনাশ মুদুলি। পুলিশ জানিয়েছে, শেঠি, সাহু ও দাস এই পাচারচক্রের মূল হোতা। আর অবিনাশ মুদুলিই কিশোরী ধর্ষণকাণ্ডের প্রধান অভিযুক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

ভুবনেশ্বর পুলিশ কমিশনার এস দেবদত্ত সিংহ জানান, “কিশোরীকে দেহব্যবসায় নামানোর চেষ্টা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তে উঠে আসছে বৃহত্তর নারীপাচার চক্রের যোগ।”

বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ সূত্রে খবর, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন যুক্ত রয়েছে, যাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

ঘটনার মূল পয়েন্ট:

ভুবনেশ্বরে কিশোরী ধর্ষণ ও পাচারচক্রের যোগ

লক্ষ্মীনগর এলাকা থেকে তিন মহিলা উদ্ধার

চারজন গ্রেফতার: মঞ্জু শেঠি, মমতা সাহু, সঞ্জীব দাস, অবিনাশ মুদুলি

পকসো আইনে মামলা, তদন্তে বড় যৌনচক্রের ইঙ্গিত

তদন্ত অব্যাহত, আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসার আশঙ্কা করছে পুলিশ।

খবর
দারুন সুখবর ! স্মার্টফোন কেনার জন্য অঙ্গনওয়াড়ি-আশাকর্মীদের অ্যাকাউন্টে পৌঁছল ১০,০০০ টাকা

#ভুবনেশ্বর #ধর্ষণকাণ্ড #নারীপাচার #যৌনচক্র #ওড়িশা_সংবাদ #BreakingNews #POCSO #CrimeNews #OdishaPolice #BhubaneswarCrime #DigitalNews #IndianCrimeReport #SocialAlert #WomenSafety #StopHumanTrafficking

error: Content is protected !!