IRCTC Case: বিহার বিধানসভা নির্বাচনের আগে ফের বিপাকে লালু প্রসাদ যাদব। আইআরসিটিসি(IRCTC) দুর্নীতি মামলায় এবার বড় ধাক্কা খেলেন আরজেডি প্রধান। দিল্লির রাউস অ্যাভেনিউ আদালতের বিশেষ বিচারক বিশাল গোঙ্গে সোমবার লালু যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং পুত্র তেজস্বী যাদবের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করেছেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, তিনজনের বিরুদ্ধেই প্রতারণা (IPC 420), অপরাধমূলক ষড়যন্ত্র (IPC 120B) এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ১৩(২) ও ১৩(১)(ডি) ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, লালু যাদবের জ্ঞান ও নেতৃত্বেই এই ষড়যন্ত্র রচিত হয়েছিল। পাশাপাশি রাবড়ি দেবী ও তেজস্বী যাদবও কম দামে জমি ক্রয়ের মাধ্যমে এই চুক্তির সুবিধা পেয়েছেন বলে আদালতের মন্তব্য।
খবর
Toto Registration: অনলাইনে কীভাবে টোটোর রেজিস্ট্রেশনের আবেদন করবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি
২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে রেলমন্ত্রী থাকাকালীন আইআরসিটিসি(IRCTC)-র দুটি হোটেল— বিএনআর পুরি ও বিএনআর রাঁচির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় সুজাতা হোটেলসকে। অভিযোগ, সেই চুক্তি পাইয়ে দেওয়ার বিনিময়ে বেনামি সংস্থার মাধ্যমে লালু যাদব ও তাঁর পরিবার বহুমূল্যের তিন একর জমি হাতিয়ে নেন।
তবে অভিযুক্ত পক্ষ নিজেদের নির্দোষ দাবি করেছেন। আদালতে উপস্থিত হয়ে লালু, রাবড়ি ও তেজস্বী তিনজনই বলেন যে তাঁরা কোনও অপরাধ করেননি এবং বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। রাবড়ি দেবী মামলাটিকে ‘ভুয়ো’ বলে দাবি করেন।
বিহার রাজনীতির উত্তপ্ত আবহে এই রায় লালু পরিবারের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। আইআরসিটিসি কেলেঙ্কারি মামলায় এবার আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে।