বর্তমানে সিনেমাপ্রেমীরা ক্রাইম থ্রিলার ভীষণই পছন্দ করছেন। বলিউডের মতোই টলিউডেও একাধিক ক্রাইম থ্রিলার সিনেমা তৈরি হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে এই সিনেমার সংখ্যা বেড়ে গিয়েছে বহুমাত্রায়। আগামী বছরে এরকম বেশ কয়েকটি সিনেমা আসতে চলেছে।
সেই তালিকাতে রয়েছে ‘এসকে মুভিজ’এর ‘অপরিচিত’। বেশ কিছুদিন আগেই এই সিনেমার কথা ঘোষণা করা হয়েছিল প্রযোজনা সংস্থার তরফ থেকে। আর এবার সম্প্রতি সিনেমার পোস্টার প্রকাশ্যে এসেছে। সেখান থেকে স্পষ্ট হয়েছে রহস্য দিয়ে ভরপুর হতে চলেছে এই সিনেমা।
এই সিনেমার মুখ্য চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী এবং ইশা সাহাকে। অনির্বাণ চক্রবর্তীকে অনেকেই চেনেন তিনি বিশেষ করে ‘একেনবাবু’ চরিত্রের জন্য পরিচিত। এবার তাকে দেখা যাবে আরও একটি ক্রাইম থ্রিলার সিনেমায়।
ছবিটি পোস্ট করে সেখানে ক্যাপশনে লেখা, ‘পরিচিত মুখ অপরিচিত গল্প।’ সাথে এই সিনেমা কবে মুক্তি পেতে চলেছে সে বিষয়টিও লেখা হয়েছে। আগামী জানুয়ারী মাসেই সিনেমা মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। যার দ্বারা এটাই স্পষ্ট হয়েছে সিনেমার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। উল্লেখযোগ্য, বেশিরভাগ সময় ইশাকে আমরা অন্য ধরনের কাজে দেখতে পাই।
এর আগে তিনি একাধিক গোয়েন্দা সিনেমায় অভিনয় করেছেন। এছাড়াও প্রেমের গল্পে সাবলীল এই অভিনেত্রী। অন্যদিকে ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। তার মতোন গুণী অভিনেতা হয়তো খুব কমই আছেন টলিউডে। মাঝেমধ্যেই তার চরিত্র দিয়ে চমকে দেন সকলকে। এই সিনেমাটি নিয়েও বেশ আশা রয়েছে দর্শকদের মনে।