৫৯ বছর বয়সে দ্বিতীয় বারের জন্য নতুন করে সংসার শুরু করলেন সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলি। প্রথম বিয়ের দীর্ঘ কয়েক বছর পর ফের দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে আসলেন তিনি। ছকভাঙা বিয়ে এখন আর নতুন কিছু নয়। তাই ৫৯ বছর বয়সে এসেও নতুন করে জীবন শুরু করলেন স্নেহাশিস। মনের মানুষ অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে ফের আরও একবার সংসার শুরু করলেন তিনি।
স্নেহাশিস প্রথম বিয়ে করেছিলেন মম গঙ্গোপাধ্যায়কে। জানা যায় একাধিক অভিযোগের পর তাদের সম্পর্কের বিচ্ছেদ হয়। বিয়ের পর দীর্ঘ কয়েক বছর কেটে যাওয়ার পর তাদের জীবনের পথ আলাদা হয়ে গিয়েছে। এখন স্নেহাশিস বিবাহিত। তবে মম নতুন জীবন হিসেবে নিজেকে নিয়ে ব্যস্ত আছেন। তবে তার গলায় যেনো বিষাদের সুর।
স্নেহাশিসের সঙ্গে তার দাম্পত্য জীবন সুখের হয়নি। তাকে নিয়েও অনেকের কৌতুহল। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সকলেই নজর রাখেন। তাকে একটি উক্তি তার স্টোরিতে শেয়ার করতে দেখা গিয়েছে। সেখানে তিনি লিখেছেন, “আমার দিকের গল্পের আর কোনও গুরুত্ব নেই। জীবন এগিয়ে চলে। আমিও সামলে নিয়েছি। আর সবথেকে বড় কথা আমি শিখে নিয়েছি কে আমার পাশে থাকার যোগ্য, আর কে নয়।”
এদিকে বিয়ের পর এবার বৌভাতের পালা। বৌভাতে দাদার বিশেষ দিনে হাজির ছিলেন সৌরভ গাঙ্গুলি। তবে তার স্ত্রী ডোনা ও মেয়ে সানা কাউকেই দেখা যায়নি। তারা বিদেশে রয়েছেন বলে শোনা গিয়েছে।
আরও পড়ুন
*বোনুর জন্মদিনে আদুরে শুভেচ্ছা শোভন গাঙ্গুলির! ভাইরাল ছবি