১০ দিন হতে চললো, কিন্তু বিচার? আদৌ পাওয়া যাবে কি? আরজি কর কান্ড নিয়ে চিন্তিত অনুপম

kmc 20240819 233649 KME0nM8T3j

নারী নির্যাতনের মতোন ঘৃণ্য বিষয়টিকেও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে! এমনই মন্তব্য করলেন শিল্পী অনুপম রায়। আসলে ভয় পাচ্ছেন তিনি। কারণ তিনি আস্থা হারিয়েছেন বিচারব্যবস্থার ওপর থেকে। যাদবপুরে ছাত্র মৃত্যুর কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন এখনো দোষীরা শাস্তি পায়নি।

আর.জি কর কাণ্ডের পরও দশ দিন পার হতে চললো। কবে আসল সত্যি প্রকাশ্যে আসবে? সে নিয়ে চিন্তিত হয়ে অনুপম বলেন, ‘আর.জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের মর্মান্তিক চলে যাওয়ার ১০ দিন হতে চললো। প্রচুর বিভ্রান্তি সৃষ্টি হয়েছে কিন্তু বিচার? আদৌ পাওয়া যাবে কি?’

আরও বলেন, ‘নীরব মোদী দোষী সকলে জানেন। তার পরেও তিনি বিদেশে বহাল তবিয়তে রয়েছেন। তাকে গ্রেফতার করা যাচ্ছে না। এমনকি, দেশেও ফেরত আনা যাচ্ছে না তাকে!’ এখান থেকেই প্রশ্ন করেন এরপরেও কী করে তিনি বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখবেন? বলেন, ‘আজকে নারীর সঙ্গে নির্যাতনও কিন্তু রাজনৈতিক ফায়দা লোটার জন্য ব্যবহার করা হয়।’

এরপর তাকে জিজ্ঞেস করা হয় তার এমনটা কেন মনে হচ্ছে? তখন তিনি উত্তরে বলেন, ‘প্রজ্বল রেভান্নাকে দেখুন। কর্নাটকে তাঁর বিরুদ্ধে নাকি নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। সকলেই এই বিষয়ে ওয়াকিবহাল থাকলেও তিনি নির্বাচনে যেই দাঁড়ালেন তখনই সে সব অন্যায় প্রকাশ্যে এলো!’ এরপর তিনি উল্টে প্রশ্ন করেন এতো বছর সেসব কথা কেন প্রকাশ্যে এলো না?

আরও পড়ুন,
*‘আজ চোখে জল এলো’, মিছিলে সামিল না হয়েও এ কথা কেন লিখলেন টোটা?

বলেন, ‘এতো বছর গেল, সে সব হেনস্থার কথা বাইরে এলো না কেন? যখনই প্রজ্বল নির্বাচনে দাঁড়ালেন তখনই তাঁর অন্যায়ের খবর বাইরে এলো?’ যার দ্বারা নাকি এটাই স্পষ্ট যে বিরোধীপক্ষ আগে থেকে নাকি সবটা জানতেন। এরপর পশ্চিমবঙ্গের কথা জুড়ে তিনি বলেন সামনে বিধানসভা নির্বাচন আর.জি কর কাণ্ডে কি তেমনই রাজনীতি লুকিয়ে রয়েছে?

আরও পড়ুন,
*রাজনৈতিক স্বার্থ! দলের মধ্যে কোন বিষয়ে দ্বিমত হওয়া উচিৎ নয়? জানালেন অভিনেতা দেব